ইউভার্শন লোগো
সার্চ আইকন

গীতসংহিতা 24

24
মহামহিম রাজা
দাউদের ভজন
1এ মর্ত্যভূমি ও তার সমস্ত বস্তুই প্রভু পরমেশ্বরের,
এ জগৎ ও জগদ্বাসী সকলেরই অধিপতি তিনি।#১ করি 10:26
2তিনিই জলধির উপর স্থাপন করেছেন এই পৃথিবী,
প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবী, প্রতিষ্ঠিত করেছেন তার ভিত্তিমূল জলধির অতল গভীরে।
3প্রভুর পর্বতে কে আরোহণ করবে?
কে দাঁড়াবে তাঁর পুণ্যভূমিতে?
4নিষ্কলুষ যার হাত, হৃদয় নির্মল অলীক বস্তুর প্রতি নেই যার মোহ,
করে না যে মিথ্যা শপথ,#মথি 5:8
5সেই লাভ করবে প্রভুর আশিস,
তার পরিত্রাতা ঈশ্বরই দান করবেন তার সততার যথার্থ মূল্য।
6এমন মানুষই ঈশ্বরের অন্বেষণ করে,
নির্ভর করে যাকোবের আরাধ্য ঈশ্বরের উপর। সেলা
7হে নগরতোরণ, উন্নত কর শির,
উন্মুক্ত হও হে সুপ্রাচীন দ্বার প্রবেশ করবেন মহামহিম রাজা।
8কে এই মহামহিম রাজা?
প্রবল পরাক্রান্ত রণজয়ী প্রভু পরমেশ্বর।
9হে নগরতোরণ, উন্নত কর শির,
উন্মুক্ত হও হে সুপ্রাচীন দ্বার
প্রবেশ করবেন মহামহিন রাজা।
10কে এই মহামহিম রাজা?
তিনি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তিনিই সেই মহামহিম রাজা।

বর্তমানে নির্বাচিত:

গীতসংহিতা 24: BENGALCL-BSI

হাইলাইট

শেয়ার

কপি

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy