1
গীত 5:12
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে, হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে।
సరిపోల్చండి
গীত 5:12 ని అన్వేషించండి
2
গীত 5:3
সদাপ্রভু, প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে; প্রাতে আমি তোমার উদ্দেশে [প্রার্থনা] সাজাইয়া চাহিয়া থাকিব।
গীত 5:3 ని అన్వేషించండి
3
গীত 5:11
কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হউক, তাহারা চিরকাল আনন্দগান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ; যাহারা তোমার নাম ভালবাসে, তাহারা তোমাতে উল্লাস করুক।
গীত 5:11 ని అన్వేషించండి
4
গীত 5:8
হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল কর।
গীত 5:8 ని అన్వేషించండి
5
গীত 5:2
মম রাজন্, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি।
গীত 5:2 ని అన్వేషించండి
హోమ్
బైబిల్
ప్రణాళికలు
వీడియోలు