নহূম ভূমিকা
ভূমিকা
মূল ভাষায় ভাববাদী নহূমের পুস্তকটি একটি সম্পূর্ণ কবিতা। ইস্রায়েলের প্রাচীনতম অত্যাচারী শত্রু অশূরীয়দের রাজধানী নীনবীর পতনের বিষয় লইয়া এই কবিতা রচিত হইয়াছে। খ্রীষ্টপূর্ব সপ্তম শতকের শেষভাগে সংঘটিত নীনবীর এই পতনকে একটি নিষ্ঠুর বর্বর জাতির উপর ঈশ্বরের দণ্ডাজ্ঞারূপে এই কবিতায় দেখানো হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
নীনবীর উপর দণ্ডাজ্ঞা - ১:১-১৫
নীনবীর পতন - ২:১—৩:১৯
Trenutno izabrano:
নহূম ভূমিকা: বিবিএস
Istaknuto
Podeli
Kopiraj
Želiš li da tvoje istaknuto bude sačuvano na svim tvojim uređajima? Kreiraj nalog ili se prijavi
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.