গীত 57
57
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করিও না। দায়ূদের। মিক্তাম। যৎকালে তিনি শৌলের সম্মুখ হইতে গহ্বরে পলায়ন করেন, তৎকালীন।
1 আমার প্রতি কৃপা কর,
হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর,
কেননা আমার প্রাণ তোমার শরণাগত;
তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব,
যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয়।
2 আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব,
আমার জন্য কার্যসাধক ঈশ্বরকেই ডাকিব।
3 তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন,
আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন; [সেলা]
ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন।
4 আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী;
অগ্নিশিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি,
সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বর্শা ও বাণ,
তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্গ।
5 হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও,
সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।
6 তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে,
আমার প্রাণ অবনত হইয়াছে;
তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে,
আপনারাই তাহার মধ্যে পতিত হইল। [সেলা]
7 আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির;
আমি গান করিব, আমি স্তব করিব।
8 হে আমার গৌরব, জাগ্রত হও;
নেবল ও বীণে, জাগ্রত হও;
আমি ঊষাকে জাগাইব।
9 হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব,
আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
10 কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্যন্ত মহৎ,
তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
11 হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও,
সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।
Selectat acum:
গীত 57: বিবিএস
Evidențiere
Împărtășește
Copiază
Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
গীত 57
57
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করিও না। দায়ূদের। মিক্তাম। যৎকালে তিনি শৌলের সম্মুখ হইতে গহ্বরে পলায়ন করেন, তৎকালীন।
1 আমার প্রতি কৃপা কর,
হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর,
কেননা আমার প্রাণ তোমার শরণাগত;
তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব,
যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয়।
2 আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব,
আমার জন্য কার্যসাধক ঈশ্বরকেই ডাকিব।
3 তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন,
আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন; [সেলা]
ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন।
4 আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী;
অগ্নিশিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি,
সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বর্শা ও বাণ,
তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্গ।
5 হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও,
সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।
6 তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে,
আমার প্রাণ অবনত হইয়াছে;
তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে,
আপনারাই তাহার মধ্যে পতিত হইল। [সেলা]
7 আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির;
আমি গান করিব, আমি স্তব করিব।
8 হে আমার গৌরব, জাগ্রত হও;
নেবল ও বীণে, জাগ্রত হও;
আমি ঊষাকে জাগাইব।
9 হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব,
আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
10 কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্যন্ত মহৎ,
তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
11 হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও,
সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।
Selectat acum:
:
Evidențiere
Împărtășește
Copiază
Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.