Logotipo da YouVersion
Ícone de Pesquisa

যাত্রাপুস্তক 21:7-8

যাত্রাপুস্তক 21:7-8 SBCL

“যদি কেউ তার মেয়েকে দাসী হিসাবে বিক্রি করে তবে দাসের মত করে সেই দাসীকে ছেড়ে দেওয়া চলবে না। কিন্তু যে মনিব তাকে নিজের জন্য পছন্দ করে নিয়েছে সে যদি তার উপর খুশী হতে না পারে তবে টাকার বদলে তাকে ছেড়ে দিতে হবে। অন্য জাতির কোন লোকের কাছে তাকে বিক্রি করা চলবে না, কারণ তার প্রতি মনিব তার কর্তব্য করে নি।

Vídeo para যাত্রাপুস্তক 21:7-8