YouVersion Logo
Search Icon

মার্ক 8

8
চার হাজার লোককে আহার দান
(মথি 15:32-39)
1সেইসময় বিরাট এক জনতা আবার যীশুকে ঘিরে ভিড় জমাল। তাদের কাছে কোন খাবার ছিল না, তাই তিনি শিষ্যদের ডেকে বললেন,#মথি 15:32-39 2এই মানুষগুলির জন্য আমার খুব মায়া হচ্ছে। আজ তিনদিন ধরে এরা আমার সঙ্গে রয়েছে, এদের কাছে খাবার মত কিছুই নেই।#মার্ক 6:34-44 3এদের ক্ষুধার্ত অবস্থাতেই যদি বাড়ি পাঠিয়ে দিই তাহলে পথের মধ্যেই এরা অজ্ঞান হয়ে যাবে। এদের মধ্যে আবার কিছু লোক অনেক দূর থেকে এসেছে। 4শিষ্যেরা তাঁকে বললেন, এই নিরালা প্রান্তরে এত লোককে পেটভরে খাওয়াবার মত রুটি কে দেবে? 5যীশু তাঁদের জিজ্ঞাসা করেলন, তোমাদের কাছে কতগুলো রুটি আছে? তাঁরা বললেন, সাতটি। 6যীশু সকলকে মাটিতে বসে পড়তে বললেন। তারপর সাতটি রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে টুকরো টুকরো করলেন এবং শিষ্যদের হাতে দিলেন পরিবেশন করার জন্য, তাঁরা সেইমত কাজ করলেন। 7তাঁদের কাছে কয়েকটি মাছও ছিল। এগুলির জন্যও ধন্যবাদ দিয়ে যীশু শিষ্যদের বললেন পরিবেশন করতে। 8সকলে তৃপ্তি করে খেল। তারপর রুটির টুকরো যা বাকী রইল সব কুড়িয়ে জড়ো করা হল, সাতটা ডালা ভরে গেল। 9লোকেরা সংখ্যায় ছিল প্রায় চার হাজার। 10যীশু তাদের বিদায় দিয়ে শিষ্যদের নৌকায় উঠলেন এবং দল্‌মনুথা অঞ্চলে চলে গেলেন।
নিদর্শন দেখার দাবী
(মথি 16:1-4)
11সেখানে ফরিশীরা এসে যীশুর সঙ্গে তর্ক জুড়ে দিল। তারা তাঁকে পরীক্ষা করার জন্য কোন দৈব নিদর্শন দেখতে চাইল।#মথি 16:1-12#যোহন 6:30 12যীশু গভীর দুঃখের সঙ্গে বললেন, এ যুগের মানুষ নিদর্শন দেখতে চায় কেন? এই সত্য আমি তোমাদের বলছি, এ যুগের মানুষকে কোন নিদর্শন দেখানো হবে না। 13যীশু তাদের কাছ থেকে চলে এলেন এবং নৌকায় করে আবার ফিরে গেলেন সাগরের ওপারে।
ফরিশী ও হেরোদপন্থী সম্বন্ধে সাবধানবাণী
(মথি 16:5-12)
14শিষ্যেরা সঙ্গে রুটি নিতে ভুলে গিয়েছিলেন। নৌকায় তাঁদের সঙ্গে একখানা মাত্র রুটি ছিল। 15যীশু তাঁদের বললেন, সাবধান, ফরিশী আর হেরোদপন্থীদের খামির সম্পর্কে সতর্ক থেকো।#লুক 12:1 16শিষ্যেরা নিজেদের মধ্যে বলতে লাগলেন, আমাদের কাছে তো কোনো রুটিই নেই। 17যীশু একথা বুঝতে পেরে তাঁদের বললেন, তোমাদের সঙ্গে রুটি নেই বলে কেন তোমরা এত আলোচনা করছ? আজও তোমরা জানলে না, বুঝলে না কিছু? বুদ্ধিশুদ্ধি কি তোমাদের লোপ পেয়েছে?#মার্ক 6:52 18চোখ থাকতেও কি তোমরা দেখতে পাও না, কান থাকতেও কি শুনতে পাও না? মনে কি পড়ে না তোমাদের#যির 5:21; যিহি 12:2 19যেদিন আমি পাঁচটা রুটি দিয়ে পাঁচ হাজার লোককে খাইয়েছিলাম সেদিন ক ঝুড়ি রুটির টুকরো তোমরা তুলেছিলে? তাঁরা বললেন, বারো ঝুড়ি।#মার্ক 6:41-44 20আর যখন সাতটা রুটি দিয়ে চার হাজার লোককে দিয়এছিলাম তখন ক ডালা রুটির টুকরো তুলেছিলে? তাঁরা বললেন, সাত।#মার্ক 8:6-9 21যীশু তাঁদের বললেন, তাহলে এখনও কি কিছু বুঝতে পারছ না তোমরা?
দৃষ্টিহীনের দৃষ্টিপাত
22তাঁরা এলেন বেথসৈদায়। সেখানে কিছু লোক একজন অন্ধকে নিয়ে এল এবং তাকে স্পর্শ করার জন্য যীশুকে অনুরোধ করল।#মার্ক 6:56 23যীশু অন্ধ লোকটিকে হাত ধরে গ্রামের বাইরে নিয়ে এলেন। তারপর তার চোখে থুতু দিয়ে হাত বুলিয়ে বললেন, তুমি কী দেখতে পাচ্ছ?#মার্ক 7:32-33; যোহন 9:6 24সে উপরের দিকে চেয়ে বলল, আমি মানুষ দেখতে পাচ্ছি, তারা দেখতে গাছের মত, হেঁটে বেড়াচ্ছে। 25যীশু আবার তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন। সে তখন ভালভাবে দেখতে পেল, সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এবং সবকিছু স্পষ্ট ভাবে দেখতে লাগল। 26যীশু তাকে সোজা বাড়ি পাঠিয়ে দিলেন, বললেন, গ্রামের কাউকে কিছু বলো না।
যীশুর সম্বন্ধে পিতরের ঘোষণা
(মথি 16:13-20; লুক 9:18-21)
27শিষ্যদের নিয়ে যীশু সিজারিয়া-ফিলিপীর গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে লাগলেন। পথে তাঁদের বললেনঃ আমার সম্বন্ধে লোকে কি বলে?#মথি 16:13-28; লুক 9:18-27 28তাঁরা বললেনঃ কেউ বলে, বাপ্তিষ্মদাতা যোহন, কেউ কেউ বলে, আপনি এলিয়, আবার কেউ বা বলে আপনি একজন নবী।#মার্ক 6:15 29যীশু তাঁদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল, কে আমি? পিতর বললেন, আপনি সেই খ্রীস্ট।#যোহন 6:69 30যীশু তাঁদের বিশেষভাবে নিষেধ করে দিলেন, যেন তাঁরা তাঁর সম্বন্ধে কাউকে কিছু না বলেন।#মার্ক 9:9
নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যীশুর ভবিষ্যদ্বাণী
(মথি 16:21-28; লুক 9:22-27)
31এরপর থেকে যীশু তাঁর শিষ্যদের এই কথা বলতে লাগলে, মানবপুত্রকে অনেক যন্ত্রণাভোগ করতে হব। সমাজপতিরা, নেতৃস্থানীয় পুরোহিতেরা এবং শাস্ত্রীরা তাঁকে প্রত্যাখ্যান করবে। তাঁকে হত্যা করা হবে কিন্তু তিনদিন পর তিনি পুনরুত্থিত হবেন। 32একথা তিনি স্পষ্টভাবেই বললেন। তাই পিতর তাঁকে একান্তে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। 33কিন্তু যীশু ফিরে দাঁড়িয়ে শিষ্যদের দিকে চেয়ে পিতরকে ধমক দিলেন, বললেন, শয়তান, দূর হও আমার কাছ থেকে! তোমার দৃষ্টিভঙ্গি মানুষেরই মত, ঈশ্বরের মত নয়।
34তারপর যীশু শিষ্যদের সঙ্গে জনতাকেও ডেকে বললেন, যে আমার আড়ুগামী হতে চায় সে নিজেকে তুচ্ছ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। 35কারণ যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে কিন্তু যে আমার জন্য এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়, সে তা রক্ষা করবে।#মথি 10:39 36সারা জগতের মালিকানা লাভ করেও যদি কেউ প্রাণ হারায় তাতে তার কি লাভ? 37এমন কি আছে, যার বিনিময়এ মানুষ তার প্রাণ ফিরে পেতে পারে? 38ভ্রষ্টাচার ও পাপকলুষিত এই যুগে আমার জন্য এবং আমার উপদেশের জন্য যদি কেউ লজ্জাবোধ করে তাহলে মানবপুত্র যখন পবিত্র বাহিনীর সঙ্গে তাঁর পিতার মহিমায় ভূষিত হয়ে আবির্ভূত হবেন তখন তিনিও তাদের জন্য লজ্জাবোধ করবেন।#মথি 10:33

Highlight

Share

ਕਾਪੀ।

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in