প্রেরিত 18
18
করিন্থে প্রচার
1এথেন্স থেকে এরপর পৌল গেলেন করিন্থে নগরে। 2সেখানে আকুইলা নামে একজন ইহুদীর সঙ্গে তাঁর দেখা হল। আকুইলার জন্ম হয়ছিল পন্ত নগরে। রোমের সম্রাট ক্লডিয়াস সমস্ত ইহুদীদের রোম থেকে বিতাড়িত করায় আকুইলা তখন ইটালী থেকে তার স্ত্রী প্রিসিল্লাকে নিয়ে সবেমাত্র সেখানে গিয়ে পৌঁছেছিল।#রোমীয় 16:3; প্রেরিত 18:18-26 3পৌল তাদের বাড়িতে গেলেন। তারা তাঁবু তৈরীর কাজ করত। পৌলেরও সেই একই ব্যবসা ছিল। তাই তিনি তাদের বাড়িতে থেকেই তাদের সঙ্গে কাজ করতে লাগলেন।#প্রেরিত 20:34; ১ করি 4:12; 9:12 4প্রতি সাব্বাথ দিনে পৌল ইহুদী সমাজভবনে যেতেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে ইহুদী ও গ্রীকদের স্বমতে আনতে চেষ্টা করতেন।
5ম্যাসিডন থেকে সীল ও তিমথি আসার পর পৌল সুসমাচার প্রচারের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করলেন এবং ইহুদীদের কাছে প্রমাণ দেখিয়ে বলতে লাগলেন যে যীশুই খ্রীষ্ট।#প্রেরিত 17:14-15; 5:42 6তারা যখন তাঁকে বাধা দিল এবং কটুকথা বলল, তিনি নিজের পরণের কাপড় ঝেড়ে ফেলে তাদের বললেন, তোমাদের রক্তের জন তোমরাই দায়ী হবে। আমার বিবেকের কাছে আমি নির্দোষ। এখন থেকে আমি অইহুদী জাতিসমূহের কাছে যাব।#প্রেরিত 13:46-51; 20:26 7পৌল সেখান তেকে চলেল গেলেন তীত জাস্টাস নামে ঈশ্বরভক্ত এক ব্যক্তির বাড়িতে। সমাজভবনের পাশেই ছিল তাঁর বাড়ি। 8সমাজভবনের কর্মকর্তা কৃস্পাস্ ও তাঁর পরিবারের সকলে প্রভুতে বিশ্বাস স্থাপন করলেন এবং করিন্থ নগরে অনেক লোক পৌলের কথা শুনে বিশ্বাস করল ও বাপ্তিষ্ম গ্রহণ করল।#১ করি 1:14
9একদিন রাত্রে দিব্যদর্শনে প্রভু পৌলকে বললেন, নির্ভয়ে প্রচার করে যাও, নীরবে থেকো না।#১ করি 2:3; প্রেরিত 9:10-15; 23:11; 27:24 10আমি তোমাদের সঙ্গে আছি। কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না। কারণ এই শহরের অনেক লোকই আমার ভক্ত।#যিহো 1:5-9; ১ রাজা 19:18; যিশা 41:10; 43:5; যির 1:8; রোমীয় 11:4 11পৌল সেখানে দেড় বছর থাকলেন ও তাদের কাছে ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। 12গ্যালিও আখায়ার শাসনকর্তা নিযুক্ত হলে ইহুদীরা একত্র হয়ে পৌলকে আক্রমণ করল এবং নিয়ে গেল তাঁকে বিচারসভায়। 13অভিযোগ করল, এই লোকটা শাস্ত্রীয় বিধান বিরুদ্ধ পন্থায় ঈশ্বরের উপাসনা করতে সকলকে প্ররোচনা দিচ্ছে।
14পৌল কিছু বলতে যাচ্ছিলেন, গ্যালিও তখন ইহুদীদের বললেন, এটা যদি কোন অপরাধ বা গুরুতর দুষ্কর্মের ব্যাপার হত তাহলে তোমাদের অভিযোগ শোনা আমার পক্ষে সম্ভব হত।#প্রেরিত 25:18-20; যোহন 18:31 15কিন্তু এ ব্যাপার যখন কতকগুলো নাম আর কথা এবং তোমাদের নিজস্ব শাস্ত্রীয় বিধান সংক্রান্ত ব্যাপার, সে ক্ষেত্রে তোমরা নিজেরাই এর মীমাংসা কর। এ সব ব্যাপারে বিচার করার ইচ্ছা আমার নেই। 16এই বলে বিচারালয় থেকে তিনি তাদের বিদায় দিলেন। 17তারা তখন ইহুদী সমাজভবনের অধ্যক্ষ সোস্থেনাসের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে লাগল এবং বিচারালয়ের সামনেই তাঁকে প্রহার করল। গ্যালিও সেদিকে ভ্রূক্ষেপ করলেন না।
এ্যাণ্টিয়কে পৌলের প্রত্যাবর্তন
18এই ঘটনার পরেও পৌল সেখানে কিছুদিন ছিলেন। তারপর সেখানকার ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে জলপথে সিরিয়া অভিমুখে রওনা হলেন। সঙ্গে নিলেন প্রিসিল্লা ও আকুইলাকে। কেনক্রেয়া শহরে গিয়ে তিনি মস্তক মুণ্ডন* করলেন কারণ তাঁর একটি মানত ছিল।#প্রেরিত 21:24; গণনা 6:2-18 19ইফিসাসে গিয়ে তিনি তাদের কাছে বিদায় নিয়ে একা গেলেন ইহুদীদের সমাজভবনে এবং তাদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন। 20তারা তাঁকে আরও কিছুদিন তাদের সঙ্গে থাকতে অনুরোধ করল। তিনি তাতে রাজী হলেন না। 21তাদের কাছে বিদায় নিয়ে তিনি বললেন, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে তোমাদের কাছে আবার ফিরে আসব। ইফিসাস থেকে জলপথে তিনি রওনা হয়এ গেলেন।#১ করি 4:19; যাকোব 4:15; রোমীয় 1:10
22সীজারিয়াতে পৌঁছে পৌল সেখানকার মণ্ডলীতে গিয়ে তাদের অভিনন্দন জানালেন। তারপর চলে গেলেন এণ্টিয়কে।#প্রেরিত 21:15 23সেখানে কিছুদিন কাটিয়ে পৌল গালাতিয়া ও ফ্রিজিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে বেড়াতে লাগলেন এবং নবদীক্ষিত শিষ্যদের উৎসাহ দিয়এ তাঁদের মনে শক্তি সঞ্চার করতে লাগলেন।#প্রেরিত 16:6
24সেই সময় আলেকজান্দ্রিয়ার অধিবাসী আপোল্লো নামে একজন ইহুদী ইফিসাসে গেলেন। তিনি ছিলেন শাস্ত্রে সুপণ্ডিত ও বাগ্মী।#১ করি 1:12; 3:4-6; 4:6; 16:12; তীত 3:13 25প্রভুর পথ সম্পর্কে তিনি শিক্ষালাভ করেছিলেন।#রোমীয় 12:11; প্রকা 3:15 26তাই তিনি ঐকান্তিক আগ্রহে যীশুর সম্বন্ধে নির্ভুল তথ্য প্রচার করতেন ও শিক্ষা দিতেন। তিনি শুধুমাত্র দীক্ষাদাতা যোহনের বাপ্তিষ্মের কথা জানতেন। 27ইহুদী সমাজভবনে তিনি এসব দৃঢ়ভাবে বলতে আরম্ভ করলেন। প্রিসিল্লা আর আকুইলা তাঁর নির্ভীক ভাষণ সুনে তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ঈশ্বরের পথেরে কথা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বললেন। আপোল্লো আখায়াতে যেতে চাইলে খ্রীষ্টানুগামীরা তাঁকে সাহায্য করলেন এবং সেখানকার খ্রীষ্টীয় মণ্ডলীর কাছে চিঠি লিখে জানিয়ে দিলেন যেন তাঁরা তাঁকে অভ্যর্থনা করেন। আপোল্লো সেখানে গিয়ে যাঁরা ঈশ্বরের অনুগ্রহে খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছেন, তাঁদের প্রভূত সাহায্য করতে লাগলেন।#২ করি 3:1; রোমীয় 16:1; কল 4:10 28প্রকাশ্য জনসভায় সুদৃঢ় যুক্তি দিয়ে ইহুদীদের যুক্তি খণ্ডন করে শাস্ত্র থেকে তিনি প্রমাণ করতেন যে যীশুই প্রকৃত মশীহ।#প্রেরিত 9:22; 17:3
Currently Selected:
প্রেরিত 18: BENGALCL-BSI
Highlight
Share
ਕਾਪੀ।

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
প্রেরিত 18
18
করিন্থে প্রচার
1এথেন্স থেকে এরপর পৌল গেলেন করিন্থে নগরে। 2সেখানে আকুইলা নামে একজন ইহুদীর সঙ্গে তাঁর দেখা হল। আকুইলার জন্ম হয়ছিল পন্ত নগরে। রোমের সম্রাট ক্লডিয়াস সমস্ত ইহুদীদের রোম থেকে বিতাড়িত করায় আকুইলা তখন ইটালী থেকে তার স্ত্রী প্রিসিল্লাকে নিয়ে সবেমাত্র সেখানে গিয়ে পৌঁছেছিল।#রোমীয় 16:3; প্রেরিত 18:18-26 3পৌল তাদের বাড়িতে গেলেন। তারা তাঁবু তৈরীর কাজ করত। পৌলেরও সেই একই ব্যবসা ছিল। তাই তিনি তাদের বাড়িতে থেকেই তাদের সঙ্গে কাজ করতে লাগলেন।#প্রেরিত 20:34; ১ করি 4:12; 9:12 4প্রতি সাব্বাথ দিনে পৌল ইহুদী সমাজভবনে যেতেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে ইহুদী ও গ্রীকদের স্বমতে আনতে চেষ্টা করতেন।
5ম্যাসিডন থেকে সীল ও তিমথি আসার পর পৌল সুসমাচার প্রচারের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করলেন এবং ইহুদীদের কাছে প্রমাণ দেখিয়ে বলতে লাগলেন যে যীশুই খ্রীষ্ট।#প্রেরিত 17:14-15; 5:42 6তারা যখন তাঁকে বাধা দিল এবং কটুকথা বলল, তিনি নিজের পরণের কাপড় ঝেড়ে ফেলে তাদের বললেন, তোমাদের রক্তের জন তোমরাই দায়ী হবে। আমার বিবেকের কাছে আমি নির্দোষ। এখন থেকে আমি অইহুদী জাতিসমূহের কাছে যাব।#প্রেরিত 13:46-51; 20:26 7পৌল সেখান তেকে চলেল গেলেন তীত জাস্টাস নামে ঈশ্বরভক্ত এক ব্যক্তির বাড়িতে। সমাজভবনের পাশেই ছিল তাঁর বাড়ি। 8সমাজভবনের কর্মকর্তা কৃস্পাস্ ও তাঁর পরিবারের সকলে প্রভুতে বিশ্বাস স্থাপন করলেন এবং করিন্থ নগরে অনেক লোক পৌলের কথা শুনে বিশ্বাস করল ও বাপ্তিষ্ম গ্রহণ করল।#১ করি 1:14
9একদিন রাত্রে দিব্যদর্শনে প্রভু পৌলকে বললেন, নির্ভয়ে প্রচার করে যাও, নীরবে থেকো না।#১ করি 2:3; প্রেরিত 9:10-15; 23:11; 27:24 10আমি তোমাদের সঙ্গে আছি। কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না। কারণ এই শহরের অনেক লোকই আমার ভক্ত।#যিহো 1:5-9; ১ রাজা 19:18; যিশা 41:10; 43:5; যির 1:8; রোমীয় 11:4 11পৌল সেখানে দেড় বছর থাকলেন ও তাদের কাছে ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। 12গ্যালিও আখায়ার শাসনকর্তা নিযুক্ত হলে ইহুদীরা একত্র হয়ে পৌলকে আক্রমণ করল এবং নিয়ে গেল তাঁকে বিচারসভায়। 13অভিযোগ করল, এই লোকটা শাস্ত্রীয় বিধান বিরুদ্ধ পন্থায় ঈশ্বরের উপাসনা করতে সকলকে প্ররোচনা দিচ্ছে।
14পৌল কিছু বলতে যাচ্ছিলেন, গ্যালিও তখন ইহুদীদের বললেন, এটা যদি কোন অপরাধ বা গুরুতর দুষ্কর্মের ব্যাপার হত তাহলে তোমাদের অভিযোগ শোনা আমার পক্ষে সম্ভব হত।#প্রেরিত 25:18-20; যোহন 18:31 15কিন্তু এ ব্যাপার যখন কতকগুলো নাম আর কথা এবং তোমাদের নিজস্ব শাস্ত্রীয় বিধান সংক্রান্ত ব্যাপার, সে ক্ষেত্রে তোমরা নিজেরাই এর মীমাংসা কর। এ সব ব্যাপারে বিচার করার ইচ্ছা আমার নেই। 16এই বলে বিচারালয় থেকে তিনি তাদের বিদায় দিলেন। 17তারা তখন ইহুদী সমাজভবনের অধ্যক্ষ সোস্থেনাসের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে লাগল এবং বিচারালয়ের সামনেই তাঁকে প্রহার করল। গ্যালিও সেদিকে ভ্রূক্ষেপ করলেন না।
এ্যাণ্টিয়কে পৌলের প্রত্যাবর্তন
18এই ঘটনার পরেও পৌল সেখানে কিছুদিন ছিলেন। তারপর সেখানকার ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে জলপথে সিরিয়া অভিমুখে রওনা হলেন। সঙ্গে নিলেন প্রিসিল্লা ও আকুইলাকে। কেনক্রেয়া শহরে গিয়ে তিনি মস্তক মুণ্ডন* করলেন কারণ তাঁর একটি মানত ছিল।#প্রেরিত 21:24; গণনা 6:2-18 19ইফিসাসে গিয়ে তিনি তাদের কাছে বিদায় নিয়ে একা গেলেন ইহুদীদের সমাজভবনে এবং তাদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন। 20তারা তাঁকে আরও কিছুদিন তাদের সঙ্গে থাকতে অনুরোধ করল। তিনি তাতে রাজী হলেন না। 21তাদের কাছে বিদায় নিয়ে তিনি বললেন, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে তোমাদের কাছে আবার ফিরে আসব। ইফিসাস থেকে জলপথে তিনি রওনা হয়এ গেলেন।#১ করি 4:19; যাকোব 4:15; রোমীয় 1:10
22সীজারিয়াতে পৌঁছে পৌল সেখানকার মণ্ডলীতে গিয়ে তাদের অভিনন্দন জানালেন। তারপর চলে গেলেন এণ্টিয়কে।#প্রেরিত 21:15 23সেখানে কিছুদিন কাটিয়ে পৌল গালাতিয়া ও ফ্রিজিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে বেড়াতে লাগলেন এবং নবদীক্ষিত শিষ্যদের উৎসাহ দিয়এ তাঁদের মনে শক্তি সঞ্চার করতে লাগলেন।#প্রেরিত 16:6
24সেই সময় আলেকজান্দ্রিয়ার অধিবাসী আপোল্লো নামে একজন ইহুদী ইফিসাসে গেলেন। তিনি ছিলেন শাস্ত্রে সুপণ্ডিত ও বাগ্মী।#১ করি 1:12; 3:4-6; 4:6; 16:12; তীত 3:13 25প্রভুর পথ সম্পর্কে তিনি শিক্ষালাভ করেছিলেন।#রোমীয় 12:11; প্রকা 3:15 26তাই তিনি ঐকান্তিক আগ্রহে যীশুর সম্বন্ধে নির্ভুল তথ্য প্রচার করতেন ও শিক্ষা দিতেন। তিনি শুধুমাত্র দীক্ষাদাতা যোহনের বাপ্তিষ্মের কথা জানতেন। 27ইহুদী সমাজভবনে তিনি এসব দৃঢ়ভাবে বলতে আরম্ভ করলেন। প্রিসিল্লা আর আকুইলা তাঁর নির্ভীক ভাষণ সুনে তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ঈশ্বরের পথেরে কথা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বললেন। আপোল্লো আখায়াতে যেতে চাইলে খ্রীষ্টানুগামীরা তাঁকে সাহায্য করলেন এবং সেখানকার খ্রীষ্টীয় মণ্ডলীর কাছে চিঠি লিখে জানিয়ে দিলেন যেন তাঁরা তাঁকে অভ্যর্থনা করেন। আপোল্লো সেখানে গিয়ে যাঁরা ঈশ্বরের অনুগ্রহে খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছেন, তাঁদের প্রভূত সাহায্য করতে লাগলেন।#২ করি 3:1; রোমীয় 16:1; কল 4:10 28প্রকাশ্য জনসভায় সুদৃঢ় যুক্তি দিয়ে ইহুদীদের যুক্তি খণ্ডন করে শাস্ত্র থেকে তিনি প্রমাণ করতেন যে যীশুই প্রকৃত মশীহ।#প্রেরিত 9:22; 17:3
Currently Selected:
:
Highlight
Share
ਕਾਪੀ।

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.