1
হিতোপ ১১:25
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।
Compare
হিতোপ ১১:25ਪੜਚੋਲ ਕਰੋ
2
হিতোপ ১১:24
কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়; কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে।
হিতোপ ১১:24ਪੜਚੋਲ ਕਰੋ
3
হিতোপ ১১:2
অহঙ্কার আসিলে অপমানও আইসে; কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর।
হিতোপ ১১:2ਪੜਚੋਲ ਕਰੋ
4
হিতোপ ১১:14
সুমন্ত্রণার অভাবে প্রজালোক পতিত হয়; কিন্তু মন্ত্রি-বাহুল্যে জয় নিশ্চিত হয়।
হিতোপ ১১:14ਪੜਚੋਲ ਕਰੋ
5
হিতোপ ১১:30
ধার্মিকের ফল জীবনবৃক্ষ; এবং জ্ঞানবান [অপরদের] প্রাণ লাভ করে।
হিতোপ ১১:30ਪੜਚੋਲ ਕਰੋ
6
হিতোপ ১১:13
অপবাদকারী গুপ্ত কথা ব্যক্ত করে; কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে।
হিতোপ ১১:13ਪੜਚੋਲ ਕਰੋ
7
হিতোপ ১১:17
দয়ালু আপন প্রাণের উপকার করে; কিন্তু নির্দয় আপন মাংসের কণ্টক স্বরূপ।
হিতোপ ১১:17ਪੜਚੋਲ ਕਰੋ
8
হিতোপ ১১:28
যে আপন ধনে নির্ভর করে, সে পতিত হয়; কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়।
হিতোপ ১১:28ਪੜਚੋਲ ਕਰੋ
9
হিতোপ ১১:4
ক্রোধের দিনে ধন উপকার করে না; কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে।
হিতোপ ১১:4ਪੜਚੋਲ ਕਰੋ
10
হিতোপ ১১:3
সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।
হিতোপ ১১:3ਪੜਚੋਲ ਕਰੋ
11
হিতোপ ১১:22
যেমন শূকরের নাসিকায় সুবর্ণের নথ, তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।
হিতোপ ১১:22ਪੜਚੋਲ ਕਰੋ
12
হিতোপ ১১:1
ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত; কিন্তু ন্যায্য বাটখারা তাঁহার তুষ্টিকর।
হিতোপ ১১:1ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ