কারণ এ সম্বন্ধে আমি দৃঢ় নিশ্চিত যে, জীবন বা মৃত্যু, স্বর্গের দূত বা নৈসর্গিক কোন শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোন ঘটনা, জগতের কোন ক্ষমতা, স্বর্গ বা পাতাল —বিশ্বের কোন কিছুই আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে নিহিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।