1
রোমীয় 2:3-4
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
এসব যারা করে তুমি তাদের বিচার করছ, অথচ নিজেরাও তাই করছ। তুমি কি মনে কর যে তুমি ঈশ্বরের বিচার এড়াতে পারবে? কিম্বা তাঁর মহানুভবতা, ধৈর্য ও সহিষ্ণুতার ঐশ্বর্যকে তুমি কি তুচ্ছ জ্ঞান কর? তোমার মন পরিবর্তনের জন্যই যে ঈশ্বরের মহানুভবতা, তা কি তুমি জান না?
Compare
রোমীয় 2:3-4ਪੜਚੋਲ ਕਰੋ
2
রোমীয় 2:1
বন্ধুগণ, তোমরা যেই হও না কেন, অন্যকে তোমরা দোষী সাব্যস্ত করছ, কিন্তু তোমাদের নিজেকেই কৈফিয়ৎ দেবার কোন পথ নেই। অন্যের বিচার করতে গিয়ে তোমরা নিজেদেরই দোষী করছ, কারণ হে বিচারকেরা, তোমরা নিজেরাই সেই দোষে দোষী।
রোমীয় 2:1ਪੜਚੋਲ ਕਰੋ
3
রোমীয় 2:11
কারণ ঈশ্বরের কাছে পক্ষপাতিত্ব নেই।
রোমীয় 2:11ਪੜਚੋਲ ਕਰੋ
4
রোমীয় 2:13
কারণ মোশির বিধান যারা শুধু শোনে তারা নয়, কিন্তু যারা বিধানের নির্দেশ পালন করে তারাই ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ প্রতিপন্ন হবে।
রোমীয় 2:13ਪੜਚੋਲ ਕਰੋ
5
রোমীয় 2:6
তিনি প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন।
রোমীয় 2:6ਪੜਚੋਲ ਕਰੋ
6
রোমীয় 2:8
আর যারা স্বার্থান্বেষী, সত্যসন্ধ নয়, কিন্তু অধর্মাচারী, ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ তাদের উপরই নেমে আসবে।
রোমীয় 2:8ਪੜਚੋਲ ਕਰੋ
7
রোমীয় 2:5
কিন্তু তুমি হৃদয় কঠিন ও অনমনীয় করে বিচার দিনের জন্য তোমার দণ্ড সঞ্চয় করে রাখছ। সেই দিনে ঈশ্বরের ন্যায়বিচার সকলে প্রত্যক্ষ করবে এবং
রোমীয় 2:5ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ