1
রোমীয় 10:9
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলে স্বীকার কর এবং অন্তরে বিশ্বাস কর যে ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে পুনর্জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ লাভ করবে।
Compare
রোমীয় 10:9ਪੜਚੋਲ ਕਰੋ
2
রোমীয় 10:10
কেননা অন্তরে বিশ্বাস করলে ধার্মিক প্রতিপন্ন হয় এবং মুখের স্বীকারোক্তিতে লাভ করা যায় পরিত্রাণ।
রোমীয় 10:10ਪੜਚੋਲ ਕਰੋ
3
রোমীয় 10:17
সুসমাচারের বাণী শুনেই বিশ্বাস উৎপন্ন হয়, খ্রীষ্ট বিষয়ক প্রচারই সেই সুসমাচার।
রোমীয় 10:17ਪੜਚੋਲ ਕਰੋ
4
রোমীয় 10:11-13
শাস্ত্রে বলা হয়েছে: “তাঁর উপরে যে বিশ্বাস স্থাপন করবে, সে কখনও লজ্জিত হবে না।” কারণ ইহুদী ও গ্রীকের মধ্যে কোন প্রভেদ নেই, তিনি সকলের প্রভু যারা তাঁকে ডাকে তাদের সকলেরই প্রতি তিনি উদারহস্ত। কেননা শাস্ত্রে আছেঃ যে কেউ প্রভুকে ডাকে সে পরিত্রাণ পায়।”
রোমীয় 10:11-13ਪੜਚੋਲ ਕਰੋ
5
রোমীয় 10:15
আবার প্রচারের জন্য কাউকে যদি পাঠানো না হয় তাহলে কি করেই বা প্রচার হবে? যারা সুসমাচারের বাণী বয়ে আনে তাদের পদধ্বনি কত না মধুর।
রোমীয় 10:15ਪੜਚੋਲ ਕਰੋ
6
রোমীয় 10:14
তবে যাঁর উপর তাদের বিশ্বাস নেই, তাঁকে তারা কেমন করে ডাকবে? তাঁর বিষয় না শুনে তারা কি করে তাঁকে বিশ্বাস করবে? আর তাঁর কথা প্রচার যদি কেউ না করে তাহলে তারা কি করেই বা শুনবে?
রোমীয় 10:14ਪੜਚੋਲ ਕਰੋ
7
রোমীয় 10:4
খ্রীষ্টই বিধানের পূর্ণতা দান করেছেন তাই যারা তাঁকে বিশ্বাস করে তারাই ধার্মিক।
রোমীয় 10:4ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ