1
মার্ক 8:35
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কারণ যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে কিন্তু যে আমার জন্য এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়, সে তা রক্ষা করবে।
Compare
মার্ক 8:35ਪੜਚੋਲ ਕਰੋ
2
মার্ক 8:36
সারা জগতের মালিকানা লাভ করেও যদি কেউ প্রাণ হারায় তাতে তার কি লাভ?
মার্ক 8:36ਪੜਚੋਲ ਕਰੋ
3
মার্ক 8:34
তারপর যীশু শিষ্যদের সঙ্গে জনতাকেও ডেকে বললেন, যে আমার আড়ুগামী হতে চায় সে নিজেকে তুচ্ছ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক।
মার্ক 8:34ਪੜਚੋਲ ਕਰੋ
4
মার্ক 8:37-38
এমন কি আছে, যার বিনিময়এ মানুষ তার প্রাণ ফিরে পেতে পারে? ভ্রষ্টাচার ও পাপকলুষিত এই যুগে আমার জন্য এবং আমার উপদেশের জন্য যদি কেউ লজ্জাবোধ করে তাহলে মানবপুত্র যখন পবিত্র বাহিনীর সঙ্গে তাঁর পিতার মহিমায় ভূষিত হয়ে আবির্ভূত হবেন তখন তিনিও তাদের জন্য লজ্জাবোধ করবেন।
মার্ক 8:37-38ਪੜਚੋਲ ਕਰੋ
5
মার্ক 8:29
যীশু তাঁদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল, কে আমি? পিতর বললেন, আপনি সেই খ্রীস্ট।
মার্ক 8:29ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ