1
মার্ক 4:39-40
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
যীশু উঠে ঝড়কে ধমক দিলেন, থাম! সাগরকে বললেন, শান্ত হও। ঝড় থেমে গেল, সাগরে নেমে এল প্রশান্তি। তিনি তাঁদের বললেন, তোমরা এত ভয় পেলে কেন? এখনও কি তোমাদের বিশ্বাস জন্মাল না?
Compare
মার্ক 4:39-40ਪੜਚੋਲ ਕਰੋ
2
মার্ক 4:41
এতে তাঁরা আরও ভীত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, কে ইনি? ঝড় আর সাগর পর্যন্ত এঁর আদেশ পালন করে?
মার্ক 4:41ਪੜਚੋਲ ਕਰੋ
3
মার্ক 4:38
যীশু নৌকার পিছন দিকে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যেরা তাঁকে জাগিয়ে বললেন, গুরুদেব, আমরা যে মরতে চলেছি, আপনি কি কিছু করবেন না?
মার্ক 4:38ਪੜਚੋਲ ਕਰੋ
4
মার্ক 4:24
যীশু তাদের বললেন, মন দিয়ে শোন, যে মাপকাঠিতে তোমরা বিচার করবে সেই মাপকাঠিতেই তোমাদের বিচারর হবে। বরং তার চেয়েও কঠোর হবে।
মার্ক 4:24ਪੜਚੋਲ ਕਰੋ
5
মার্ক 4:26-27
যীশু বললেন, ঈশ্বরের রাজ্য হল এইরকম: একটি লোক জমিতে গিয়ে বীজ বুনে এল। তারপর কিছুদিন ঘুমিয়ে কাটিয়ে দিল। ওদিকে বীজ অঙ্কুরিত হয়ে বেড়ে উঠল। কি করে যে এটা হল লোকটি সে সম্বন্ধে কিছুই জানল না।
মার্ক 4:26-27ਪੜਚੋਲ ਕਰੋ
6
মার্ক 4:23
শোনার মত কান যার আছে সে শুনুক।
মার্ক 4:23ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ