1
প্রেরিত্ ২৭:25
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
অতএব মহাশয়েরা সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার নিকটে যেরূপ উক্ত হইয়াছে, সেইরূপই ঘটিবে।
तुलना
अन्वेषण गर्नुहोस् প্রেরিত্ ২৭:25
2
প্রেরিত্ ২৭:23-24
কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাঁহার সেবা করি, তাঁহার এক দূত গত রাত্রিতে আমার নিকটে দাঁড়াইয়া কহিলেন, পৌল, ভয় করিও না, কৈসরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে। আর দেখ, যাহারা তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাহাদের সকলকেই তোমায় দান করিয়াছেন।
अन्वेषण गर्नुहोस् প্রেরিত্ ২৭:23-24
3
প্রেরিত্ ২৭:22
কিন্তু এক্ষণে আমার পরামর্শ এই, আপনারা সাহস করুন, কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না, কেবল জাহাজের হইবে।
अन्वेषण गर्नुहोस् প্রেরিত্ ২৭:22
होम
बाइबल
भक्त्ति पाठहरू
भिडियोहरू