1
আদিপুস্তক ৩৭:5
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
আর যোষেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিগকে তাহা কহিল; ইহাতে তাহারা তাহাকে আরও অধিক দ্বেষ করিল।
ႏွိုင္းယွဥ္
আদিপুস্তক ৩৭:5ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
2
আদিপুস্তক ৩৭:3
যোষেফ ইস্রায়েলের বৃদ্ধাবস্থার সন্তান, এই জন্য ইস্রায়েল সকল পুত্র অপেক্ষা তাহাকে অধিক ভালবাসিতেন, এবং তাহাকে একখানি চোগা প্রস্তুত করিয়া দিয়াছিলেন।
আদিপুস্তক ৩৭:3ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
3
আদিপুস্তক ৩৭:4
কিন্তু পিতা তাহার সকল ভ্রাতা অপেক্ষা তাহাকে অধিক ভালবাসেন, ইহা দেখিয়া তাহার ভ্রাতৃগণ তাহাকে দ্বেষ করিত, তাহার সঙ্গে প্রণয়ভাবে কথা কহিতে পারিত না।
আদিপুস্তক ৩৭:4ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
4
আদিপুস্তক ৩৭:9
পরে সে আরও এক স্বপ্ন দেখিয়া ভ্রাতৃগণকে তাহার বৃত্তান্ত বলিল। সে বলিল, দেখ, আমি আর এক স্বপ্ন দেখিলাম, দেখ, সূর্য, চন্দ্র ও একাদশ নক্ষত্র আমাকে প্রণিপাত করিল।
আদিপুস্তক ৩৭:9ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
5
আদিপুস্তক ৩৭:11
আর তাহার ভ্রাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা সেই কথা মনে রাখিলেন।
আদিপুস্তক ৩৭:11ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
6
আদিপুস্তক ৩৭:6-7
সে তাহাদিগকে কহিল, আমি এক স্বপ্ন দেখিয়াছি, নিবেদন করি, তাহা শুন। দেখ, আমরা ক্ষেত্রে আটি বাঁধিতেছিলাম, আর দেখ, আমার আটি উঠিয়া দাঁড়াইয়া রহিল, এবং দেখ, তোমাদের আটি সকল আমার আটিকে চারিদিকে ঘেরিয়া তাহার নিকটে প্রণিপাত করিল।
আদিপুস্তক ৩৭:6-7ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
7
আদিপুস্তক ৩৭:20
এখন আইস, আমরা উহাকে বধ করিয়া একটা গর্তে ফেলিয়া দিই; পরে বলিব, কোন হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে; তাহাতে দেখিব, উহার স্বপ্নের কি হয়।
আদিপুস্তক ৩৭:20ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
8
আদিপুস্তক ৩৭:28
পরে মিদিয়নীয় বণিকেরা নিকটে আসিলে উহারা যোষেফকে গর্ত হইতে টানিয়া তুলিল, এবং বিংশতি রৌপ্যমুদ্রায় সেই ইশ্মায়েলীয়দের কাছে যোষেফকে বিক্রয় করিল; আর তাহারা যোষেফকে মিসর দেশে লইয়া গেল।
আদিপুস্তক ৩৭:28ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
9
আদিপুস্তক ৩৭:19
তাহারা পরস্পর কহিল, ঐ দেখ, স্বপ্নদর্শক মহাশয় আসিতেছেন
আদিপুস্তক ৩৭:19ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
10
আদিপুস্তক ৩৭:18
তাহারা দূর হইতে তাহাকে দেখিতে পাইল, এবং সে নিকটে উপস্থিত হইবার পূর্বে তাহাকে বধ করিবার জন্য ষড়যন্ত্র করিল।
আদিপুস্তক ৩৭:18ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
11
আদিপুস্তক ৩৭:22
আর রূবেণ তাহাদিগকে কহিল, তোমরা রক্তপাত করিও না, উহাকে প্রান্তরের এই গর্তের মধ্যে ফেলিয়া দেও, কিন্তু উহার উপরে হস্ত তুলিও না। এইরূপে রূবেণ তাহাদের হস্ত হইতে তাহাকে উদ্ধার করিয়া পিতার নিকটে ফিরিয়া পাঠাইবার চেষ্টা করিল।
আদিপুস্তক ৩৭:22ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
ပင္မစာမ်က္ႏွာ
သမၼာက်မ္းစာ
အစီအစဥ္မ်ား
ဗီဒီယိုမ်ား