মার্ক 14

14
যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র
(মথি 26:1-5; লুক 22:1-2; যোহন 11:45-53)
1তারণোৎসব ও খামিরবিহীন রুটির পর্বের আর দুদিন বাকী। পুরোহিতদের নেতৃবৃন্দ আর শাস্ত্রীরা যীশুকে কৌশলে গ্রেপ্তার করে হত্যা করার উপায় খুঁজছিলেন।#মথি 26:1-5; লুক 22:1-2 2তাঁরা বললেন, পর্বের সময় আমরা এ কাজ করব না, তাহলে জনসাধারণের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হতে পারে।
যীশুর অভিষেক
(মথি 26:6-13; যোহন 12:1-8)
3এই সময় যীশু ছিলেন বেথানিতে, শিমোনের বাড়িতে। ইনি একসময় কুষ্ঠ রোগে আক্রান্ত হয়এছিলেন। যীশু খেতে বসেছেন, এমন সময় একটি স্ত্রীলোক স্ফটিকে পাত্রের বহুমূল্য সুগন্ধি আতর নিয়এ এল। তারপর সেটার মুখ ভেঙ্গে যীসুর মাথায় ঢেলে দিল।#মথি 26:6-13#লুক 7:36 4সেখানে তাঁর সঙ্গে যারা ছিল তাদের কেউ কেউ এতে রেগে গিয়ে বলতে লাগল, এভাবে আতর নষ্ট করা হচ্ছে কেন? 5তিনশো দীনারের চেয়েও বেশী দামে এই আতর বিক্রী করে গরীবদের দেওয়া যেত। তার উপর তারা খুব বিরক্ত হল। 6কিন্তু যীশু বললেন, ওকে ছেড়ে দাও, কেন ওগে কষ্ট দিচ্ছ তোমরা? 7আমার প্রতি এর এই আচরণ অপূর্ব সুন্দর। গরীবেরা সবসময়ই তোমাদের কাছে রয়েছে। যখন ইচ্ছা তোমরা তাদের উপকার করতে পার কিন্তু আমাকে তোমরা সবসময় কাছে পাবে না।#দ্বি.বি. 15:11 8সে তার সাধ্যমত করেছে, সে আগে থেকেই সমাধির জন্য আমার দেহকে অভিষিক্ত করেছে। 9সত্যিই আমি তোমাদের বলছি, পৃথিবীর যেখানেই সুসমাচার প্রচারিত হবে, সেখানেই এর কথা স্মরণ করে এই কীর্তির উল্লেখ করা হবে।
যিহুদার বিশ্বাসঘাতকতা
(মথি 16:14-16; লুক 22:3-6)
10বারোজন শিষ্যের একজন, যিহুদা ইস্কারিয়োথ নেতৃস্থানীয় পুরোহিতদের কাছে চলে গেলেন যীশুকে তাঁদের হাতে ধরিয়ে দেবেন, একথা বলার জন্য।#মথি 26:14-16; লুক 22:3-6 11এ কথা শুনে তাঁরা খুব খুশি হলেন এবং তাঁকে অর্থ দেবার প্রতিশ্রুতি দিলেন। তখন থেকে যিহুদা যীশুকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগলেন।
শিষ্যদের সঙ্গে যীশুর তারণোৎসবের ভোজ
(মথি 26:17-25; লুক 22:7-14,21-23; যোহন 13:21-23)
12খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যখন তাঁরা তারণোৎসবের মেষশাবক বলি দিলেন তখন যীশুরর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনার জন্য তারণোৎসবের ভোজ আমরা কোথায় তৈরী করব? আপনি আমাদের কোথায় যেতে বলেন?#মথি 26:17-19; লুক 22:7-13 13যীশু তখন তাঁর দুজন শিষ্যকে এই নির্দেশ দিয়ে পাঠালেন, শহরে যাও, সেখানে দেখবে একটি লোক কলসীতে করে জল নিয়ে যাচ্ছে, তাকে অনুসরণ করবে। 14যে বাড়িতে সে ঢুকবে সেই বাড়ির মালিককে বল, গুরুদেব জিজ্ঞাসা করেছেন যে, তিনি সিষ্যদের সঙ্গে যে ঘরে তারণোৎসবের ভোজের অনুষ্ঠান পালন করবেন সেই ঘরটা কোথায়? 15তখন তিনি তোমাদের ওপরের তলায় একটি বড় সুসজ্জিত ঘর দেখিয়ে দেবেন। ঘরটি ভোজের জন্যই। সেখানেই ভোজের আয়োজন করো। 16শিষ্যেরা চলে গেলেন শহরে এবং যীশুর কথামত সবকিছু পেলেন। সেখানে তাঁরা তারণোৎসবের ভোজের আয়োজন করলেন।
17সন্ধ্যাবেলায় যীশু তাঁর বারোজন শিষ্যকে সঙ্গে নিয়ে সেখানে এলেন।#মথি 26:20-29; লুক 22:14-23 18তাঁদের সঙ্গে বসে আহারের সময় যীশু বললেন, সত্যিই আমি তোমাদের বলছি, তোমাদেরই একজন, যে আমার সঙ্গে খাচ্ছে, সে-ই আমাকে ধরিয়ে দেবে।#গীত 41:9 19তাঁরা এ কথায় খুব দুঃখ পেলেন এবং সকলে একে একে তাঁকে জিজ্ঞাসা করতে লাগলেন, সে কি আমি? 20তিনি তাঁদের বললেন, সে বারোজনেরই একজন, আমারই সঙ্গে সে বাটিতে রুটি ডুবাচ্ছে। 21কারণ শাস্ত্রে তাঁর সম্বন্ধে যেমন লেখা আছে, মানবপুত্র সেই নির্দিষ্ট পথেই এগিয়ে চলেছেন। কিন্তু হতভাগ্য সেইজন যে মানবপুত্রকে ধরিয়ে দেবে। তার জন্ম না হওয়াই ভাল ছিল।
প্রভুর ভোজ
(মথি 26:26-30; লুক 22:14-20; ১ করি 11:23-25)
22তাঁরার সকলে খেতে বসলে যীশু রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, তারপর টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, এই নাও, আমার দেহ।#১ করি 11:23-25 23তারপর পানপাত্র হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তাঁদের দিলেন। সকলে সেই পানপাত্র থেকে পান করলেন। 24যীশু তাঁদের বললেন, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধের#14:24 অথবা সন্ধিচুক্তি। প্রতীক এই আমার রক্ত, যা বহুজনের জন্য নিঃসারিত।#যাত্রা 24:8; সখ 9:11 25সত্যিই আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে নতুন করে পান করার আগে আর কোন দিন আমি দ্রাক্ষারস পান করব না।
26তাঁরা তারণোৎসবের গান গাইলেন, তারপর অলিভ পর্বতে গেলেন।#মথি 26:30-35; লুক 22:31-34,39#গীত 113—118
পিতরের অস্বীকৃতি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী
(মথি 26:31-35; লুক 22:31-34; যোহন 13:36-38)
27যীশু তাঁদের বললেন, তোমরা সকলে আমাকে পরিত্যাগ করবে কারণ শাস্ত্রে লেখা আছে, ‘মেষপালককে আমি আঘাত করব, মেষেরা তখন চারিদিকে ছড়িয়ে পড়বে।’#সখ 13:7 28কিন্তু আমি পুনরুত্থিত হবার পর তোমাদের আগে গালীলে যাব।#মার্ক 16:7 29পিতর বললেন, সকলে আপনাকে পরিত্যাগ করলেও আমি করব না। 30যীশু তাঁকে বললেন, সত্যিই তোমায় আমি বলছি, আজই রাত্রে মোরগ দুবার ডাকার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে। 31কিন্তু পিতর আরও জোরের সঙ্গে বললেন, আপনার সঙ্গে যদি আমার মরতেও হয় তবু আমি আপনাকে অস্বীকার করব না। সকলেই একই কথা বললেন।#যোহন 11:16
গেৎশিমানীতে যীশু
(মথি 26:38-46; লুক 22:39-46)
32গেৎশিমানী নামে একটা জায়গায় তাঁরা এলেন। যীশু তাঁর শিষ্যদের বললেন, যতক্ষণ আমি প্রার্থনা করি, তোমরা ততক্ষণ এখানে বসে থাক।#মথি 26:36-46; লুক 22:40-46 #যোহন 18:1 33পিতর, যাকোব আর যোহনকে যীসু সঙ্গে নিয়ে গেলেন। তিনি দুঃখে অভিভূত ও বিচলিত হয়ে পড়লেন। 34তাই যীশু তাঁদের বললেন, আমার প্রাণ মর্মান্তিক যন্ত্রণায় জর্জরিত। তোমরা এখানে অপেক্ষা কর, জেগে থাক।#যোহন 12:27; গীত 43:5 35তারপর একটু দূরে এগিয়ে গিয়ে যীশু মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন, যদি সম্ভব হয় তাহলে যেন সেই মর্মান্তিক ক্ষণ থেকে তিনি অব্যাহতি পান। 36তিনি বললেন, আব্বা, পিতা, তোমার পক্ষে সবই সম্ভব। এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক।#মার্ক 10:38 37তারপর ফিরে এসে তিনি দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তখন পিতরকে তিনি বললেন, শিমোন, তুমি ঘুমাচ্ছ? এক ঘণ্টাও জেগে থাকতে পারলে না? 38জেগে থাক, প্রার্থনা কর যেন প্রলোভনে না পড়। আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল। 39যীশু আবার ফিরে গিয়ে সেই একই প্রার্থনা করলেন। 40আবার ফিরে এলেন তাঁদের কাছে। দেখলেন, তাঁরা ঘুমাচ্ছেন, চোখ তাঁদের ঘুমে ভারী হয়ে উঠেছে। যীশুকে তাঁরা যে কি উত্তর দেবেন খুঁজে পেলেন না। 41যীশু তাঁদের কাছে তৃতীয়বার এলেন, এসে বললেন, এখনও ঘুমাচ্ছ, বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে, সময় ঘনিয়ে এসেছে! দেখ, মানবপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। 42ওঠ, চল আমরা যাই। যে আমায় ধরিয়ে দেবে ঐ দেখ সে এগিয়ে আসছে।#যোহন 14:31
যীশুকে গ্রেপ্তার
(মথি 26:47-56; লুক 22:47-53; যোহন 18:3-12)
43যীশুর কথা শেষ হতে না হতে বারোজন শিষ্যের অন্যতম যিহুদা এসে পৌঁছাল। তার সঙ্গে ছিল লাঠি ও তরবারি হাতে বিরাট একদল লোক। পুরোহিতদের নেতৃবৃন্দ, শাস্ত্রী এবং সমাজপতিরা এদের পাঠিয়েছিলেন।#মথি 26:47-58; লুক 22:47-55; যোহন 18:2-18 44যীশুকে যে ধরিয়ে দিতে এসেছিল, সে তাদের একটা সঙ্কগেত দিয়েছিল, বলেছিল, আমি যাঁকে চুম্বন করব, তিনিই সেই ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করে তোমরা সাবধানে নিয়ে যেও। 45সে সোজা যীশুর কাছে গিয়ে ‘রব্বি’ বলে সম্বোধন করে তাঁকে চুম্বন করল। 46তারা তখন যীশুকে গ্রেপ্তার করল। 47যীশুর পাশে যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁদেরই একজন তরবারি বের করে প্রধান পুরোহিতের ক্রীতদাসের একটা কান কেটে ফেললেন। 48যীশু তাঁদের বললেন, যেভাবে অস্ত্রশস্ত্র নিয়ে লোকে ডাকাত ধরতে যায়, সেইভাবে তোমরা কেন আমায় ধরতে এসেছ? 49দিনের পর দিন মন্দিরে আমি তোমাদের সামনেই উপদেশ দিয়েছি, তখন তো তোমরা আমায় গ্রেপ্তার করনি। কিন্তু শাস্ত্রের বচন সফল হরবেই। 50শিষ্যেরা তখন সকলে তাঁকে ফেলে পালিয়ে গেলেন। 51একজন যুবক খালি গায়ে একটা মাত্র চাদর জড়িয়ে তাঁর পিছনে পিছনে যাচ্ছিল। 52তারা তাকে ধরতেই সে গায়ের চাদরটা ফেলে উলঙ্গ অবস্থাতেই পালিয়ে গেল।
যীশুর বিচার
(মথি 26:57-68; লুক 22:54-55,67-71; যোহন 18:13-14,19-24)
53তারার যীশুকে নিয়ে গেল প্রধান পুরোহিতের কাছে। তখন পুরোহিতদের নেতৃবৃন্দ, সমাজপতিরা ও শাস্ত্রীরা একত্রিত হলেন। 54পিতর দূরে থেকেক যীশুর অনুসরণ করে সোজা প্রধান পুরোহিতের উঠোনের মধ্যে চলে গেলেন এবং সেখানে দাস-দাসীদের সঙ্গে তিনিও আগুন পোহাতে লাগলেন।
55নেতৃস্থানীয় পুরোহিতেরা ও সমগ্র মহাসভা যীশুর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ খুঁজতে লাগলেন যাতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়অ যায় কিন্তু কোন কিছুই পাওয়া গেল না।#মথি 26:59-68; লুক 22:63-71; যোহন 18:19-24 56অনেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল কিন্তু তাদের সাক্ষ্যে কোন মিল ছিল না। 57কয়েকজন আবার উঠে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে বলল, 58আমরা ওকে এই কথা বলতে শুনেছি, ‘আমি মানুষের হাতে গড়া এই মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে আর একটি মন্দির গড়ে তুলব যা মানুষের হাতে গড়া নয়’।#যোহন 2:19; 4:21-23 59কিন্তু তাদের এই সাক্ষ্যেরও মিল হল না। 60তখন প্রধান পুরোহিত সকলের সামনে দাঁড়িয়ে যীশুকে প্রশ্ন করতে লাগলেন, তোমার বিরুদ্ধে এদের এই অভিযোগ সম্বন্ধে তোমার কি কিছুই বলার নেই? 61যীশু নীরব, কোন উত্তর দিলেন না। প্রধান পুরোহিত আবার তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমিই কি সেই খ্রীস্ট, পরমধন্য ঈশ্বরের পুত্র?#মার্ক 15:5; যিশা 53:7 62যীশু বললেন, আমিই তিনি। তোমরা দেখবে, মানবপুত্র সর্বশক্তিমানের দক্ষিণে উপবিষ্ট এবং মেঘবাহনে স্বর্গ থেকে নেমে আসছেন।#দানি 7:13; গীত 110:1 63প্রধান পুরোহিত তখন নিজের পোষাক ছিঁড়ে বললেন, আর আমাদের সাক্ষীর কি দরকার? 64তোমরা তো ঈশ্বরনিন্দা শুনলে! এখন তোমাদের মত কি? সকলেই যীশুকে মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধী বলে সাব্যস্ত করল।#যোহন 19:7
65কেউ কেউ তখন যীশুর গায়ে থুতু দিতে লাগল। কেউ বা তাঁর মুখ ঢেকে দিয়ে ঘুসি মেরে বলল, এবার বল কে মেরেছে? প্রহরীরাও যীশুকে ধরে কিল-চড় মারতে লাগল।
পিতরের অস্বীকার ও অনুতাপ
(মথি 26:59-75; লুক 22:56-62; যোহন 18:15-18,25-27)
66পিতর তখন ছিলেন বাইরের উঠোনে। সেখানে প্রধান পুরোহিতের একজন দাসী এসে#মথি 26:69-75; লুক 22:56-62; যোহন 18:25-27 67পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে চেয়ে বলল, তুমিও তো নাসরতের যীশুর সঙ্গে ছিলে। 68তিনি কিন্তু অস্বীকার করলেন, বললেন, তুমি কি বলছ তার কিছু জানি না, বুঝতেও পারছি না। তিনি উঠে চলে গেলেন বাইরে ফটকের দিকে। তখনই মোরগ ডেকে উঠল। 69সেই দাসীটা আবার তাঁকে দেখে পাশে দাঁড়ানো লোকদের বলল, এই লোকটা কিন্তু ওদেরই একজন। 70তিনি আবার এ কথা অস্বীকার করলেন। কিছুক্ষণ পরে পাশে দাঁড়ানো লোকগুলো পিতরকে বলল, নিশ্চয়ই তুমি ওদেরই একজন, কারণ তুমিও তো গালীলের লোক। 71তিনি তাদের অভিশাপ দিয়ে শপথ করে বললেন, যার কথা তোমরা বলছ তাকে আমি চিনি না। 72তখনই দ্বিতীয়বার মোরগ ডেকে উঠল । পিতরের মনে পড়ে গেল যীশুর সেই কথাগুলি যা তিনি তাঁকে বলেছিলেন, “দুবার মোরগ ডাকার আগে তুমি আমায় তিনবার অস্বীকার করবে।” পিতর কান্নায় ভেঙ্গে পড়লেন।#মার্ক 14:30

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

মার্ক 14: BENGALCL-BSI

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക