মার্ক 11
11
শোভাযাত্রা সহকারে যীশুর জেরুশালেমে প্রবেশ
(মথি 21:1-11; লুক 19:28-40; যোহন 12:12-19)
1জেরুশালেমের কাছাকাছি অলিভ পাহাড়ের ধারে বেথফাগে আর বেথানি গ্রামের কাছে এসে তাঁরা পৌঁছালেন। দুজন শিষ্যকে যীশু পাঠিয়ে দিলেন এই বলে:#মথি 21:1-9; লুক 19:29-38; যোহন 12:12-16 2সামনের ঐ গ্রামটিতে যাও। গ্রামে ঢুকেই দেখতে পাবে একটা গর্দভ শাবক বাঁধা রয়েছে, যার পিঠে কেউ কোনদিন চড়েনি, সেটিকে খুলে নিয়ে এস। 3কেউ যদি তোমাদের বলে, ‘কেন এ কাজ করছ?’ তাহলে বলো, ‘প্রভুর প্রয়োজন আছে। তিনি আবার একে ফেরৎ পাঠিয়ে দেবেন।’ 4তাঁরা চলে গেলেন। গিয়ে দেখলেন, গর্দভ শাবকটি বাইর এদরজার পাশে রাস্তায় বাঁধা রয়েছে। 5তাঁরা তার বাঁধন খুলতেই যারা সেখানে দাঁড়িয়েছিল, তারা জিজ্ঞাসা করল, কি করছ তোমরা, খুলছ কেন ওটাকে? 6যীশু তাঁদের যেভাবে বলে দিয়েছিলেন সেই মত বলতে তারা তাঁদের যেতে দিল। 7তাঁরা শাবকটিকে যীশুর কাছে নিয়ে এসে সেটার পিঠে নিজেদের জামা পেতে দিলেন। যীশু তার উপর বসলেন।#মথি 19:16-30; লুক 18:18-30 8বহু লোক নিজেদের গায়ের জামা রাস্তার উপর পেতে দিতে লাগল, অন্যেরা মাঠ থেকে গাছের ডালপালা কেটে এনে পথের উপর বিছিয়ে দিতে লাগল।#২ রাজা 9:13 9শোভাযাত্রার সামনে ও পিছনে যারা ছিল সকলে চীৎকার করে বলতে লাগল, হোশান্না,#গীত 118:25-26#11:9 হোশান্না কথাটির অর্থ ‘রক্ষা কর প্রভু’। 10ধন্য আমাদের পিতা দাউদের আসন্ন রাজা, ধন্য ঊর্ধ্বতমলোকে হোক হোশান্না ধ্বনি।
11যীশু জেরুশালেমে এসে মন্দিরে গেলেন। চারিদিকে সবকিছু দেখার পর বারোজন শিষ্যকে নিয়ে তিনি আবার বেথানিতে চলে গেলেন। কারণ ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছিল।#মথি 21:12-22; লুক 19:45-48
নিষ্ফলা ডুমুর গাছ
(মথি 21:18-19)
12পরের দিন বেথানি থেকে পিরে আসার সময় যীশু ক্ষুধার্ত হলেন। 13দূরে পাতায় ভরা একটা ডুমুর গাছ দেখে গাছটার কাচে গেলেন যদি কিছু ডুমুর পাওয়া যায়। কিন্তু গাছটার কাছে গিয়ে পাতা ছাড়া আর কিছুই পেলেন না, কারণ তখন ডুমুরের মরশুম ছিল না।#লুক 3:9; 13:6-9 14তাই তিনি গাছটাকে বললেন, কেউ আর কখনও তোমার ফল খাবে না। শিষ্যেরা শুনলেন এ কথা।
মন্দিরে যীশু
(মথি 21:12-17; লুক 19:45-48; যোহন 2:13-22)
15তাঁরা গেলেন জেরুশালেমে। তারপর যীশু মন্দিরে গিয়ে যারা সেখানে ব্যবসা করছিল তাদের তাড়াতে আরম্ভ করলেন। পোদ্দারদের টেবিল আর পায়রা বিক্রেতাদের আসন উল্টে ফেলে দিলেন।#যোহন 2:13-16 16মন্দিরের ভিতর দিয়ে বিক্রীর কোন জিনিস কাউকে নিয়ে যেতে দিলেন না। 17তারপর তাদের উপদেশ দিয়ে বললেন, শাস্ত্রে কি লেখা নেই, ‘আমার গৃহ সমস্ত জাতির প্রার্থনা ভবন বলে অভিহিত হবে?’ কিন্তু তোমরা একে করে তুলেছ ‘দস্যুর আস্তানা'#যিশা 56:7; যির 7:11 18নেতৃস্থানীয় পুরোহিতেরা এবং শাস্ত্রীরা একথা শুনলেন এবং তাঁকে শেষ করে দেবার উপায় খুঁজতে লাগলেন। কারণ সমস্ত লোক যীশুর উপদেশ শুনে মুগ্ধ হত বলে তাঁরা তাঁকে ভয় করতে লাগলেন।
19সন্ধ্যা ঘনিয়ে এলে যীশু শিষ্যদের নিয়ে শহরের বাইরে চলে গেলেন।#যাত্রা 20:12-17; দ্বি.বি. 5:16-20
ডুমুর গাছ থেকে শিক্ষা
(মথি 21:20-22)
20পরের দিন ভোরবেলায় সেই পথ দিয়ে যাবার সময় তাঁরা দেখলেন সেই ডুমুর গাছটা শিকড়শুদ্ধ শুকিয়ে গেছে। 21পিতরের মনে পড়ল সব কথা। তিনি যীশুকে বললেন, গুরুদেব দেখুন, যে ডুমুরগাছটাকে আপনি অভিশাপপ দিয়েছিলেন, সেটা শুকিয়ে গেছে।#মার্ক 8:34; মথি 10:38 22যীশু তাঁদের বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখ।#যোহন 14:1 23সত্যই আমি তোমাদের বলছি, কেউ যদি এই পাহাড়টাকে বলে, ‘উপড়ে গিয়ে সমুদ্রে পড়’ এবং মনে সন্দেহ না রেখে যদি সে বিশ্বাস করে যে সে যা কিচু বলবে তাই-ই ঘটবে, তাহলে তার জন্য তা-ই করা হবে।#মথি 17:20; লুক 17:6 24সুতরাং আমি তোমাদের বলছি, যা কিছু তোমরা প্রার্থনায় চাও, বিশ্বাস কর যে তাই তোমরা পেয়ে গেছ, তাহলেই তোমরা তা পাবে।#মথি 7:7; যোহন 14:13; 16:23 25যখন তোমরা প্রার্থনা করতে দাঁড়াও, তখন কারও বিরুদ্ধে যদি তোমাদের কোন অভিযোগ থাকে, ক্ষমা কর তাকে, তাহলে তোমাদের পিতা যিনি স্বর্গে থাকেন তিনিও তোমাদের ক্ষমা করবেন।#মথি 5:23 26(কিন্তু যদি তোমরা ক্ষমা না কর তাহলে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না।)#11:26 কতকগুলি পাণ্ডুলিপিতেচ এই পদটি নেই।#মথি 6:14-15
যীশুর অধিকার সম্বন্ধে প্রশ্ন
(মথি 21:23-27; লুক 20:1-8)
27তাঁরা আবার এলেন জেরুশালেমে। মন্দিরের মধ্যে যীশু যখন ঘুরে বেড়াচ্ছিলেন তখন নেতৃস্থানীয় পুরোহিত, শাস্ত্রী ও সমাজপতিরা তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলেন,#মথি 21:23-27; লুক 20:1-8 28তুমি কোন অধিকারে এসব কাজ করছ? কে তোমায় এসব কাজ করার ক্ষমতা দিল? 29যীশু তাঁদের বললেন, আমিও তোমাদের একটি প্রশ্ন করব, তার উত্তর যদি তোমরা দাও, তাহলে আমিও বলব কোন অধিকারে আমি এসব করছি। 30বাপ্তিষ্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন স্বর্গ থেকে, না মানুষের কাছ থেকে? উত্তর দাও। 31এতে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে বললেন, যদি আমরা বলি ‘স্বর্গ থেকে’ তাহলে ও বলবে ‘তবে কেন তোমরা তাঁকে বিশ্বাস করনি। 32তাহলে কি বলব ‘মানুষ থেকে'? —কিন্তু জনতাকেও তাঁদের ভয়, কারণ যোহনকে সকলে প্রকৃত নবী বলেই মানত। 33তাই তাঁরা যীশুকে উত্তর দিলেন, আমরা জানি না। যীশু তাঁদের বললেন, আমিও তোমাদেরর বলব না কোন অধিকারে আমি এসব করছি।
നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:
মার্ক 11: BENGALCL-BSI
ഹൈലൈറ്റ് ചെയ്യുക
പങ്ക് വെക്കു
പകർത്തുക

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
মার্ক 11
11
শোভাযাত্রা সহকারে যীশুর জেরুশালেমে প্রবেশ
(মথি 21:1-11; লুক 19:28-40; যোহন 12:12-19)
1জেরুশালেমের কাছাকাছি অলিভ পাহাড়ের ধারে বেথফাগে আর বেথানি গ্রামের কাছে এসে তাঁরা পৌঁছালেন। দুজন শিষ্যকে যীশু পাঠিয়ে দিলেন এই বলে:#মথি 21:1-9; লুক 19:29-38; যোহন 12:12-16 2সামনের ঐ গ্রামটিতে যাও। গ্রামে ঢুকেই দেখতে পাবে একটা গর্দভ শাবক বাঁধা রয়েছে, যার পিঠে কেউ কোনদিন চড়েনি, সেটিকে খুলে নিয়ে এস। 3কেউ যদি তোমাদের বলে, ‘কেন এ কাজ করছ?’ তাহলে বলো, ‘প্রভুর প্রয়োজন আছে। তিনি আবার একে ফেরৎ পাঠিয়ে দেবেন।’ 4তাঁরা চলে গেলেন। গিয়ে দেখলেন, গর্দভ শাবকটি বাইর এদরজার পাশে রাস্তায় বাঁধা রয়েছে। 5তাঁরা তার বাঁধন খুলতেই যারা সেখানে দাঁড়িয়েছিল, তারা জিজ্ঞাসা করল, কি করছ তোমরা, খুলছ কেন ওটাকে? 6যীশু তাঁদের যেভাবে বলে দিয়েছিলেন সেই মত বলতে তারা তাঁদের যেতে দিল। 7তাঁরা শাবকটিকে যীশুর কাছে নিয়ে এসে সেটার পিঠে নিজেদের জামা পেতে দিলেন। যীশু তার উপর বসলেন।#মথি 19:16-30; লুক 18:18-30 8বহু লোক নিজেদের গায়ের জামা রাস্তার উপর পেতে দিতে লাগল, অন্যেরা মাঠ থেকে গাছের ডালপালা কেটে এনে পথের উপর বিছিয়ে দিতে লাগল।#২ রাজা 9:13 9শোভাযাত্রার সামনে ও পিছনে যারা ছিল সকলে চীৎকার করে বলতে লাগল, হোশান্না,#গীত 118:25-26#11:9 হোশান্না কথাটির অর্থ ‘রক্ষা কর প্রভু’। 10ধন্য আমাদের পিতা দাউদের আসন্ন রাজা, ধন্য ঊর্ধ্বতমলোকে হোক হোশান্না ধ্বনি।
11যীশু জেরুশালেমে এসে মন্দিরে গেলেন। চারিদিকে সবকিছু দেখার পর বারোজন শিষ্যকে নিয়ে তিনি আবার বেথানিতে চলে গেলেন। কারণ ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছিল।#মথি 21:12-22; লুক 19:45-48
নিষ্ফলা ডুমুর গাছ
(মথি 21:18-19)
12পরের দিন বেথানি থেকে পিরে আসার সময় যীশু ক্ষুধার্ত হলেন। 13দূরে পাতায় ভরা একটা ডুমুর গাছ দেখে গাছটার কাচে গেলেন যদি কিছু ডুমুর পাওয়া যায়। কিন্তু গাছটার কাছে গিয়ে পাতা ছাড়া আর কিছুই পেলেন না, কারণ তখন ডুমুরের মরশুম ছিল না।#লুক 3:9; 13:6-9 14তাই তিনি গাছটাকে বললেন, কেউ আর কখনও তোমার ফল খাবে না। শিষ্যেরা শুনলেন এ কথা।
মন্দিরে যীশু
(মথি 21:12-17; লুক 19:45-48; যোহন 2:13-22)
15তাঁরা গেলেন জেরুশালেমে। তারপর যীশু মন্দিরে গিয়ে যারা সেখানে ব্যবসা করছিল তাদের তাড়াতে আরম্ভ করলেন। পোদ্দারদের টেবিল আর পায়রা বিক্রেতাদের আসন উল্টে ফেলে দিলেন।#যোহন 2:13-16 16মন্দিরের ভিতর দিয়ে বিক্রীর কোন জিনিস কাউকে নিয়ে যেতে দিলেন না। 17তারপর তাদের উপদেশ দিয়ে বললেন, শাস্ত্রে কি লেখা নেই, ‘আমার গৃহ সমস্ত জাতির প্রার্থনা ভবন বলে অভিহিত হবে?’ কিন্তু তোমরা একে করে তুলেছ ‘দস্যুর আস্তানা'#যিশা 56:7; যির 7:11 18নেতৃস্থানীয় পুরোহিতেরা এবং শাস্ত্রীরা একথা শুনলেন এবং তাঁকে শেষ করে দেবার উপায় খুঁজতে লাগলেন। কারণ সমস্ত লোক যীশুর উপদেশ শুনে মুগ্ধ হত বলে তাঁরা তাঁকে ভয় করতে লাগলেন।
19সন্ধ্যা ঘনিয়ে এলে যীশু শিষ্যদের নিয়ে শহরের বাইরে চলে গেলেন।#যাত্রা 20:12-17; দ্বি.বি. 5:16-20
ডুমুর গাছ থেকে শিক্ষা
(মথি 21:20-22)
20পরের দিন ভোরবেলায় সেই পথ দিয়ে যাবার সময় তাঁরা দেখলেন সেই ডুমুর গাছটা শিকড়শুদ্ধ শুকিয়ে গেছে। 21পিতরের মনে পড়ল সব কথা। তিনি যীশুকে বললেন, গুরুদেব দেখুন, যে ডুমুরগাছটাকে আপনি অভিশাপপ দিয়েছিলেন, সেটা শুকিয়ে গেছে।#মার্ক 8:34; মথি 10:38 22যীশু তাঁদের বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখ।#যোহন 14:1 23সত্যই আমি তোমাদের বলছি, কেউ যদি এই পাহাড়টাকে বলে, ‘উপড়ে গিয়ে সমুদ্রে পড়’ এবং মনে সন্দেহ না রেখে যদি সে বিশ্বাস করে যে সে যা কিচু বলবে তাই-ই ঘটবে, তাহলে তার জন্য তা-ই করা হবে।#মথি 17:20; লুক 17:6 24সুতরাং আমি তোমাদের বলছি, যা কিছু তোমরা প্রার্থনায় চাও, বিশ্বাস কর যে তাই তোমরা পেয়ে গেছ, তাহলেই তোমরা তা পাবে।#মথি 7:7; যোহন 14:13; 16:23 25যখন তোমরা প্রার্থনা করতে দাঁড়াও, তখন কারও বিরুদ্ধে যদি তোমাদের কোন অভিযোগ থাকে, ক্ষমা কর তাকে, তাহলে তোমাদের পিতা যিনি স্বর্গে থাকেন তিনিও তোমাদের ক্ষমা করবেন।#মথি 5:23 26(কিন্তু যদি তোমরা ক্ষমা না কর তাহলে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না।)#11:26 কতকগুলি পাণ্ডুলিপিতেচ এই পদটি নেই।#মথি 6:14-15
যীশুর অধিকার সম্বন্ধে প্রশ্ন
(মথি 21:23-27; লুক 20:1-8)
27তাঁরা আবার এলেন জেরুশালেমে। মন্দিরের মধ্যে যীশু যখন ঘুরে বেড়াচ্ছিলেন তখন নেতৃস্থানীয় পুরোহিত, শাস্ত্রী ও সমাজপতিরা তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলেন,#মথি 21:23-27; লুক 20:1-8 28তুমি কোন অধিকারে এসব কাজ করছ? কে তোমায় এসব কাজ করার ক্ষমতা দিল? 29যীশু তাঁদের বললেন, আমিও তোমাদের একটি প্রশ্ন করব, তার উত্তর যদি তোমরা দাও, তাহলে আমিও বলব কোন অধিকারে আমি এসব করছি। 30বাপ্তিষ্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন স্বর্গ থেকে, না মানুষের কাছ থেকে? উত্তর দাও। 31এতে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে বললেন, যদি আমরা বলি ‘স্বর্গ থেকে’ তাহলে ও বলবে ‘তবে কেন তোমরা তাঁকে বিশ্বাস করনি। 32তাহলে কি বলব ‘মানুষ থেকে'? —কিন্তু জনতাকেও তাঁদের ভয়, কারণ যোহনকে সকলে প্রকৃত নবী বলেই মানত। 33তাই তাঁরা যীশুকে উত্তর দিলেন, আমরা জানি না। যীশু তাঁদের বললেন, আমিও তোমাদেরর বলব না কোন অধিকারে আমি এসব করছি।
നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:
:
ഹൈലൈറ്റ് ചെയ്യുക
പങ്ക് വെക്കു
പകർത്തുക

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.