1
১ থিষলনীকীয় ৪:17
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব; আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব।
താരതമ്യം
১ থিষলনীকীয় ৪:17 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
১ থিষলনীকীয় ৪:16
কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে।
১ থিষলনীকীয় ৪:16 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
১ থিষলনীকীয় ৪:3-4
ফলতঃ ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা- যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাক, তোমাদের প্রত্যেক জন যেন, যাহারা ঈশ্বরকে জানে না
১ থিষলনীকীয় ৪:3-4 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
১ থিষলনীকীয় ৪:14
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।
১ থিষলনীকীয় ৪:14 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
১ থিষলনীকীয় ৪:11
কিন্তু তোমাদিগকে বিনয় করিয়া বলিতেছি, ভ্রাতৃগণ, আরও অধিক উপচিয়া পড়, আর শান্ত ভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে এবং স্বহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও
১ থিষলনীকীয় ৪:11 പര്യവേക്ഷണം ചെയ്യുക
6
১ থিষলনীকীয় ৪:7
কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন।
১ থিষলনীকীয় ৪:7 പര്യവേക്ഷണം ചെയ്യുക
ആദ്യത്തെ സ്ക്രീൻ
വേദപുസ്തകം
പദ്ധതികൾ
വീഡിയോകൾ