যাত্রাপুস্তক 2:11-12

যাত্রাপুস্তক 2:11-12 বিবিএস

সেকালে একটি ঘটনা ঘটিল; মোশি বড় হইলে পর এক দিন আপন ভ্রাতৃগণের নিকটে গিয়া তাহাদের ভার বহন দেখিতে লাগিলেন। আর দেখিলেন, একজন মিসরীয় একজন ইব্রীয়কে, তাঁহার ভ্রাতৃগণের মধ্যে একজনকে মারিতেছে। তখন তিনি এদিক ওদিক চাহিয়া কাহাকেও দেখিতে না পাওয়াতে ঐ মিসরীয়কে বধ করিয়া বালির মধ্যে পুতিয়া রাখিলেন।

যাত্রাপুস্তক 2:11-12 동영상

যাত্রাপুস্তক 2:11-12: 관련 무료 묵상 계획