1
প্রেরিত্ ১২:5
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাঁহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্র ভাবে প্রার্থনা হইতেছিল।
Compare
Explore প্রেরিত্ ১২:5
2
প্রেরিত্ ১২:7
আর দেখ, প্রভুর এক দূত তাঁহার কাছে আসিয়া দাঁড়াইলেন, এবং কারাকক্ষে আলোক প্রকাশ পাইল। তিনি পিতরের কুক্ষিদেশে আঘাত করিয়া তাঁহাকে জাগাইয়া কহিলেন, শীঘ্র উঠ। তখন তাঁহার দুই হস্ত হইতে শৃঙ্খল পড়িয়া গেল।
Explore প্রেরিত্ ১২:7
მთავარი
ბიბლია
გეგმები
ვიდეოები