1
গালাতীয় 6:9
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
ভাল কাজে আমাদের যেন ক্লান্তি না আসে, কারণ নিরূৎসাহ হয়ে না পড়লে আমরা যথাসমে ফসল তুলব।
Konpare
Eksplore গালাতীয় 6:9
2
গালাতীয় 6:10
সুযোগ যতক্ষণ আছে, এস, সকলেরই মঙ্গল সাধন করি, বিশেষ করে তাদের, যারা একই বিশ্বাসের সূত্রে আমাদের আপনজন।
Eksplore গালাতীয় 6:10
3
গালাতীয় 6:2
তোমরা একে-অন্যের গুরুভার বহনে সাহায্য কর, এভাবেই পূরণ কর খ্রীষ্টের বিধান।
Eksplore গালাতীয় 6:2
4
গালাতীয় 6:7
ভুল করো না, ঈশ্বরকে প্রতারণা করা যায় না। মানুষ যেমন বীজ বোনে, তেমনি ফসল তোলে।
Eksplore গালাতীয় 6:7
5
গালাতীয় 6:8
যে দেহরূপ ক্ষেত্রে কামনার বীজ বোনে, সে তা থেকে বিনাশের ফসল তুলবে। কিন্তু যে অধ্যাত্ম ক্ষেত্রে আত্মিক বীজ বোনে, সে পবিত্র আত্মা প্রদত্ত শাশ্বত জীবনের ফসল তুলবে।
Eksplore গালাতীয় 6:8
6
গালাতীয় 6:1
বন্ধুগণ, কারো অপরাধ যদি ধরা পড়ে, তোমরা যারা আধ্যাত্মিকভাবাপন্ন, তাকে সহৃদয়ভাবে সংশোধন কর। প্রত্যেকে নিজের দিকে দৃষ্টি রাখ, তোমরাও প্রলুব্ধ হতে পার।
Eksplore গালাতীয় 6:1
7
গালাতীয় 6:3-5
কারণ যোগ্যতা না থাকা সত্ত্বেও কেউ যদি নিজের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করে, তাহলে সে নিজেকে প্রতারণা করে। প্রত্যেকে নিজের কর্ম যাচাই করে দেখুক, তাহলে অন্যের প্রশংসার অপেক্ষা না করে সে নিজের মনে সন্তোষ লাভ করতে পারে। কারণ প্রত্যেককেই বইতে হবে আপন বোঝা।
Eksplore গালাতীয় 6:3-5
Akèy
Bib
Plan yo
Videyo