1
১ করিন্থীয় ৯:25-26
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
আর যে কেহ মল্লযুদ্ধ করে, সে সর্ববিষয়ে ইন্দ্রিয়দমন করে। তাহার ক্ষয়ণীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমি এইরূপে দৌড়াইতেছি যে বিনালক্ষ্যে নয়; এইরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না।
مقایسه
১ করিন্থীয় ৯:25-26 را جستجو کنید
2
১ করিন্থীয় ৯:27
বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি।
১ করিন্থীয় ৯:27 را جستجو کنید
3
১ করিন্থীয় ৯:24
তোমরা কি জান না যে, দৌড়ের স্থলে যাহারা দৌড়ায়, তাহারা সকলে দৌড়ায়, কিন্তু কেবল একজন পুরস্কার পায়? তোমরা এইরূপে দৌড়াও, যেন পুরস্কার পাও।
১ করিন্থীয় ৯:24 را جستجو کنید
4
১ করিন্থীয় ৯:22
দুর্বলদিগকে লাভ করিবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হইলাম, সর্বদা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্বজনের কাছে সর্ববিধ হইলাম।
১ করিন্থীয় ৯:22 را جستجو کنید
خانه
كتاب مقدس
برنامههای مطالعه
ویدیوها