Logo de YouVersion
Icono de búsqueda

যাত্রাপুস্তক ভূমিকা

ভূমিকা
হিব্রু ভাষায় ‘এক্সোডাস’ শব্দের অর্থ নির্গমন। এই শব্দটি ইসরায়েল#1:0 যাকোবের অপর নাম ইসরায়েল জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলে। মিশর দেশে দাসত্বশৃঙ্খলে আবদ্ধ ইসরায়েল জাতির এই দেশ পরিত্যাগ করে কনান দেশ অভিমুখে যাত্রার ঘটনাই এই পুস্তকে বিবৃত হয়েছে। পুস্তকটির চারটি প্রধান অংশ: (1) দাসত্বশৃঙ্খলে আবদ্ধ ইসরায়েল জাতিকে মুক্তিদান (2) সিনাই পর্বতে তাদের যাত্রা (3) সিনাই পর্বতে প্রজাদের সঙ্গে ঈশ্বরের সন্ধিচুক্তি, যে সন্ধিচুক্তি ইসরায়েলীদের দিয়েছিল নৈতিক, নাগরিক ও ধর্মীয় জীবনে সুষ্ঠুভাবে চলার জন্য আইন ও অনুশাসন (4) ইসরায়েলীদের উপাসনার জন্য একটি মন্দির নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্রে সুসজ্জিতকরণ এবং ঈশ্বরের উপাসনার ও পুরোহিতের পালনীয় নানা বিধি নিয়ম।
সর্বোপরি, ঈশ্বর কিভাবে দাসত্বশৃঙ্খলে আবদ্ধ প্রজাদের মুক্তিদান করে ভাবী দিনের উজ্জ্বল আশায় উদ্দীপ্ত করে একটি জাতিতে রূপান্তরিত করেছিলেন, সেই কথাই এই পুস্তকে বিবৃত হয়েছে।
এই পুস্তকটির মূল মানব চরিত্র হলেন মোশি, যাঁকে ঈশ্বর মনোনীত করেছিলেন তাঁর প্রজাদের মিশর দেশ থেকে পরিচালনা করে নিয়ে আসার জন্য। পুস্তকটির ব্যাপকভাবে পরিচিত অংশ হল এর 20 অধ্যায়, যেখানে আছে দশ অনুশাসনের তালিকা।
বিষয়বস্তুর রূপরেখা
মিশর দেশ থেকে ইসরায়েল জাতির মুক্তিলাভ 1:1—15:21
ক. মিশরে দাসত্ব 1:1-22
খ. মোশির জন্ম ও প্রথম জীবন 2:1—4:31
গ. মিশর রাদের মুখোমুখি মোশি ও হারোণ 5:1—11:10
ঘ. তারণ উৎসব ও মিশর দশ পরিত্যাগ 12:1—15:21
লোহিত সাগর থেকে সিনাই পর্বত 15:22—18:27
বিধি-বিধান ও সন্ধিচুক্তি 19:1—24:18
সম্মিলন শিবির এবং উপাসনার বিধি-বিধান ও নির্দেশাবলী 25:1—40:38

Destacar

Compartir

Copiar

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión