সফনিয় ভূমিকা

ভূমিকা
খ্রীষ্টপূর্ব সপ্তম শতাব্দীর শেষের দিকে ভাববাদী সফনিয় তাঁহার প্রচার কার্য সম্পন্ন করিয়াছিলেন, সম্ভবতঃ খ্রীষ্টপূর্ব ৬২১ অব্দে রাজা যোশিয়ের ধর্মসংস্কারের পূর্বের দশকে। পুস্তকটি অত্যন্ত সুপরিচিত ভবিষ্যদ্বাণীমূলক বিষয়বস্তু লইয়া রচিত। সদাপ্রভু ব্যতীত নানা দেবতাদের উপাসনা করিবার অপরাধে যিহূদাকে যখন দণ্ডদান করা হইবে তখন সেই শেষ বিচারের দিন, সমূহ সর্বনাশের দিন আসিবে। এখানে তাহারই সাবধানবাণী দেওয়া হইয়াছে। সদাপ্রভু অন্যান্য জাতিকেও দণ্ড দিবেন। তবে যিরূশালেম ধ্বংস হইলেও উপযুক্ত সময়ে সেই নগরীকে আবার পুনর্নির্মাণ করা হইবে। সেখানে বাস করিবে নতনম্র ন্যায়পরায়ণ মানুষ।
বিষয়বস্তুর রূপরেখা:
সদাপ্রভুর বিচারের দিন - ১:১—২:৩
ইস্রায়েলের প্রতিবাসীদের ধ্বংস - ২:৪-১৫
যিরূশালেমের ধ্বংস ও পুনরুদ্ধার - ৩:১-২০

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.