ইউভার্শন লোগো
সার্চ আইকন

BibleProject | প্রেরিত পৌলের মধ্য দিয়ে ক্র্যাশ কোর্স

BibleProject | প্রেরিত  পৌলের  মধ্য দিয়ে  ক্র্যাশ কোর্স

10 দিন

10 দিনের এই পরিকল্পনায় আপনাকে প্রেরিত পৌলের লেখা চারটি সংক্ষিপ্ত চিঠির সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে. গালাতীয় কিতাবে, অইহুদীদের তোরাহ পালন করা দরকার কিনা পৌল এই প্রশ্নের উত্তর দিয়েছেন। ইফিষীয় কিতাবে তিনি দেখিয়েছেন যে সুখবর কীভাবে আল্লাহ্‌ ও একে অপরের মধ্যে পুনর্মিলন ঘটায়. ফিলিপীয়দের কিতাবে তিনি বিশ্বাসীদেরকে ঈসার নিজেকে উজাড় করা ভালবাসার উদাহরণ দিয়ে উৎসাহিত করেছেন এবং থিসলনীকীয়দের কিতাবে পৌল রাজা ঈসার প্রতি আশা নিয়ে নিপীড়িত ঈসায়িদের উৎসাহিত করেছেন।

এই পরিকল্পনাটি প্রণয়নের জন্য বাইবেল প্রজেক্টকে ধন্যবাদ। আরও জানতে ভিজিট করুন www.bibleproject.com