ইউভার্শন লোগো
সার্চ আইকন

দ্য এ.আর.টি অব্‌ সারভাইভ্যাল

দ্য এ.আর.টি অব্‌ সারভাইভ্যাল

5 দিন

এই পৃথিবীতে জীবন বিভিন্ন পরীক্ষায় পূর্ণ থাকে। আপনি হয়তো এ-রকমই এক পরিস্থিতির মধ্যে আছেন ও প্রশ্ন করছেন, “কেন?” কিংবা হয়তো, “আমি কীভাবে এর পরেও টিকে থাকব?” যাকোবের গ্রন্থে এর উত্তর দেওয়া আছে। এই পাঁচ দিনের পাঠ-পরিকল্পনায়, চিপ ইন্‌গ্রাম বলতে চেয়েছেন, আর্ট অব্‌ সারভাইভ্যাল (বা টিকে থাকার কৌশল) এর দ্বারা কীভাবে কঠিন সময়ের মধ্যেও আপনি ঐশ্বরিক আনন্দ উপভোগ করতে পারবেন।

আমরা এই পরিকল্পনা প্রদানের জন্য লিভিং অন দ্য এজকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://livingontheedge.org/product/art-of-survival-book/