YouVersion Logo
Search Icon

নহুম 1

1
নবী নহুমের পুস্তক
1নীনবী নগর সম্পর্কে ভাবোক্তি। এলকোশ#1:1 এলকোশ: সম্ভবতঃ দক্ষিণ-পশ্চিম যিহুদীয়ার একটি গ্রাম। নিবাসী নহুমের দিব্যদর্শনের বিবরণ।#যিশা 10:5-34; 14:24-27; সফ 2:13-15
ঈশ্বরের অসন্তোষ
2প্রভু পরমেশ্বর অদ্বিতীয়, কোন প্রতিদ্বন্দ্বীকে তিনি সহ্য করেন না।
যারা তাঁর বিরোধিতা করে, তিনি তাদের শাস্তি দেন,
শত্রুদের উপর প্রতিশোধ নেন।
3পরমেশ্বর সহজে ক্রুদ্ধ হন না,
মহাশক্তিশালী তিনি, অপরাধী তাঁর কাছে রেহাই পায় না।
তাঁর পদক্ষেপে ওঠে ঘূর্ণিঝড়, আকাশ ভরে যায় ধূলিমেঘে।
4তাঁর তিরস্কারে শুকিয়ে যায় সাগরের জলরাশি,
নদনদী হয় জলহীন, বাশানের তৃণভূমি শুকিয়ে যায়,
রুক্ষ হয়ে যায় কার্মেলের পাহাড়
চিরসবুজ লেবানন ম্লান হয়ে যায়।
5তাঁর সম্মুখে পর্বতেরা হয় কম্পিত,
বিগলিত হয় গিরিরাজি,
তিনিই আনেন পৃথিবীতে মহাপ্রলয়।
6কার সাধ্য তাঁর ক্রোধের মুখে দাঁড়ায়?
কে পারে তাঁর রোষের তেজ সহ্য করতে?
আগুনের মত নেমে আসে তাঁর ক্রোধ
সেই তেজে শিলারাশি হয় চূর্ণ-বিচূর্ণ।
7প্রভু মঙ্গলময় সঙ্কটের দিনে তিনি সুদৃঢ়
আশ্রয় যারা তাঁর শরণাগত,
তিনি তাদের গ্রহণ করেন।
8কিন্তু তিনি তাঁর বিপক্ষদের উত্তাল বন্যাপ্রবাহে ধ্বংস করবেন,
শত্রুদের নিক্ষেপ করবেন মৃত্যুর অন্ধকারে।
9প্রভুর বিরুদ্ধে কি চক্রান্ত করছ তোমরা?
তিনি সমূলে ধ্বংস করবেন শত্রুদের,
দ্বিতীয় আঘাতের আর প্রয়োজন হবে না।
10কাঁটা ঝোপের জঞ্জালের মত,
শুকনো খড়ের মত তারা পুড়ে ছাই হয়ে যাবে।
11তোমাদের মাঝে#1:11 নীনবীবাসী। একজনের#1:11 আসিরিয়ার রাজা সনহেরিব। উদ্ভব হয়েছে সে প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দুষ্কর্মের মন্ত্রণা দিচ্ছে। 12কিন্তু প্রভু ইসরায়েলকে বলছেনঃ আসিরীয়েরা শক্তিশালী ও সংখ্যায় বিপুল হলেও উচ্ছিন্ন হবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।হে ইসরায়েল, আমি তোমাদের অনেক যন্ত্রণা দিয়েছি, আর যন্ত্রণা দেব না। 13তোমাদের মুক্ত করব, শৃঙ্খল মোচন করব তোমাদের।
14প্রভু আসিরীয়দের বলেনঃ তোমাদের বংশধারা আর বজায় থাকবে না, তোমাদের দেবালয় থেকে খোদাই করা ও ঢালাই করা প্রতিমাগুলি আমি উচ্ছেদ করব, তোমরা পাষণ্ড, আমি তোমাদের সমাধি রচনা করব।
15ঐ দেখ, শান্তির দূত আসছেন, গিরিপর্বত পার হয়ে আসছেন শান্তির বাণী ঘোষণা করতে। হে যিহুদীয়া, তুমি তোমার পর্বসকল পালন কর, পূর্ণ কর তোমার মানত, কারণ দুর্জনেরা আর কখনও তোমার বিরুদ্ধে অভিযান করবে না, তারা সমূলে উচ্ছিন্ন হয়েছে।#যিশা 52:7

Currently Selected:

নহুম 1: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in