YouVersion Logo
Search Icon

মথি 2

2
প্রাচ্য থেকে জ্যোতিষীদের আগমন
1রাজা হেরোদের আমলে যিহুদীয়া বেথলেহেম শহরে যীশুর জন্ম হয়। সেই সময়ে প্রাচ্য থেকে কয়েকজন জ্যোতিষী জেরুশালেমে এলেন। তাঁরা জানতে চাইলেন,#লুক 2:1-7 2ইহুদীদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? প্রাচ্যের আকাশে তাঁর জন্মের প্রতীক তারার উদয় আমরা দেখেছি। আমরা এসেছি তাঁকে প্রণাম করতে।#গণনা 24:17; প্রেরিত 22:16
3এ কথা শুনে রাজা হেরোদ সন্ত্রস্ত হয়ে উঠলেন, তাঁর সঙ্গে জেরুশালেমের অধিবাসীরাও বিচলিত হয়ে পড়ল। 4হেরোদ তখন ইহুদী জাতির প্রধান যাজক ও শাস্ত্রীদের এক বৈঠক ডাকলেন। তিনি তাঁদের কাছে জানতে চাইলেন, খ্রীষ্ট কোথায় জন্মাবেন।
5তাঁরা বললেন, যিহুদীয়া প্রদেশের জনপদ বেথলেহেমে। কারণ নবী লিখে গিয়েছেনঃ
6হে যিহুদা দেশের বেথলেহেম,
যিহুদা গোষ্ঠীর শাসকদের মধ্যে তুমি কোন অংশে নিকৃষ্ট নও,
কারণ তোমার মধ্যে আবির্ভাব ঘটবে এমন এক নেতার
যিনি হবেন আমার প্রজা ইসরায়েলের পরিচালক।#যোহন 7:42; মীখা 5:2
7রাজা হেরোদ তখন সেই জ্যোতিষীদের গোপনে ডেকে তাঁদের কাছ থেকে বিশেষ ভাবে জেনে নিলেন, সেই তারাটি ঠিক কোন সময়ে দেখা গিয়েছিল। 8তারপর তিনি তাঁদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন, আপনারা সেখানে গিয়ে ভাল করে শিশুটির খোঁজ নিন এবং আমাকে এসে জানান যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে পারি।
9রাজার নির্দেশ মত তাঁরা চলে গেলেন। তাঁরা প্রাচ্যের আকাশের সেই তারাটিকে তাঁদের আগে আগে চলতে দেখলেন। শিশুটি যেখানে ছিলেন তারাটি সেইখানে স্থির হয়ে দাঁড়াল। 10তাই দেখে তাঁরা আনন্দে অধীর হয়ে উঠলেন। 11ঘরের মধ্যে গিয়ে তাঁরা শিশুটিকে তাঁর মা মরিয়মের কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তাঁরা তাঁকে প্রণাম করলেন এবং নিজেদের রত্নপেটিকা্ খুলে তাঁকে উপহার দিলেন মহার্ঘ স্বর্ণ, গুলগুল ও সুগন্ধি নির্যাস।#গীত 72:10-15; যিশা 60:3; যোহন 19:39
12এর পর হেরাদের কাছে ফিরে না যাবার স্বপ্নাদেশ পেয়ে অন্য পথ ধরে তাঁরা স্বদেশে ফিরে গেলেন।
মিশরে প্রবাস
13তাঁরা চলে যাবার পর প্রভু পরমেশ্বরের এক দূত স্বপ্নে দেখা দিয়ে যোষফকে বললেন, “যোষেফ, ওঠ, শিশুটি ও তাঁর মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। আমার আদেশ না পাওয়া পযর্ন্ত তুমি সেখানেই থাকবে। কারণ শিশুটিকে হত্যা করার জন্য হেরোদ তাঁর সন্ধানে তৎপর হবে।#যাত্রা 2:15।
14তখনি ঘুম থেকে উঠে যোষেফ শিশুটি ও তাঁর মাকে নিয়ে রাতের অন্ধাকারে মিশরে পালিয়ে গেলেন। 15হেরোদের মৃত্যু পর্যন্ত তাঁরা সেখানে রইলেন। এতে প্রভু তাঁর নবীর মাধ্যমে যে কথা বলেছিলেন, ‘ মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম’,তা পূর্ণ হল।#হোশেয় 11:1।
ব্যাপক শিশুহত্যা
16হেরোদ যখন বুঝতে পারলেন যে প্রাচ্যের জ্যোতিষীরা তাঁকে প্রতারণা করেছেন, তখন তিনি অত্যন্ত ত্রুদ্ধ হলেন। তিনি তখনই সৈন্য পাঠিয়ে বেথলেহেম ও তার পাশ্ববর্তী অঞ্চলে দু বছর ও তার কম বয়সের যত শিশুপুত্র ছিল তাদের সকলকে হত্যা করালেন। জ্যোতিষীদের কথামত তিনি এই বয়সেরই হিসাব করেছিলেন।
17এই ভাবেই পূর্ণ হল নবী যিরমিয়ের এই ভবিষ্যদ্বাণী:#যির 31:15।
18রামা নগরীতে ধ্বনিত হচ্ছে আর্তকন্ঠ
আকুল কান্না আর হাহাকারে ভরা,#আদি 35:19
পুত্রশোকাতুরা ব্যাকুলা ইসরায়েল-জননী#2:18 মূল গ্রীক-রাহেল-ইসরায়েল জননীদের প্রতীকরূপে ইসরায়েল কুলের আদিমাতা রাহেলের নাম উল্লেখ করা হয়েছে।
মানতে চাইছে না সান্ত্বনা,
কারণ তার পুত্রেরা আর বেঁচে নেই।
স্বদেশে প্রত্যাবর্তন
19রাজা হেরোদের মৃত্যুর পর প্রভুর এক দূত মিশরে ষোষেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, 20ষোষেফ, শিশুটি ও তাঁর মাকে নিয়ে এখনি ইসরায়েল দেশে ফিরে যাও। কারণ শিশুটির প্রাণনাশের চেষ্টা যারা করেছিল তাদের মৃত্যু হয়েছে।#যাত্রা 4:19। 21যোষেফ তখন তাঁদের নিয়ে ইসরায়েল দেশে ফিরে এলেন। 22কিন্তু তিনি শুনতে পেলেন যে আর্কেলাউস তাঁর পিতা হেরোদের স্থলে যিহুদীয়া প্রদেশে রাজত্ব করছেন। তাই সেখানে যেতে তিনি ভয় পেলেন। স্বপ্নেও তিনি এ সম্বন্ধে সতর্কবাণী পেলেন। তিনি গালীল প্রদেশে চলে গেলেন এবং 23নাজারেথ নামে এক জনপদে বাস করতে লাগলেন। এভাবে পূর্ণ হল নবীদের এই ভবিষ্যদ্বাণী : নাজারীয় নামে তিনি আখ্যাত হবেন।#লুক 1:26; 2:39; যোহন 1:46; যিশা 53:2

Currently Selected:

মথি 2: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy